Yodha Poster Out: মুক্তির আগেই রেকর্ড, সিদ্ধার্থ মালহোত্রার 'যোদ্ধা' সিনেমার প্রথম পোস্টার উড়ছে আকাশে...
সিদ্ধার্থ মালহোত্রা বহু দিন ধরে তাঁর সিনেমা 'যোদ্ধা'র জন্য চর্চায় রয়েছেন। এবার প্রকাশ করা হল সেই সিনেমার প্রথম পোস্টার (Yodha Poster Out)। অসাধারণ ভঙ্গিতে প্রকাশ করা হয় সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) 'যোদ্ধা' সিনেমার পোস্টার। দুবাইতে ১৩ হাজার ফুট উচ্চতায় দেখতে পাওয়া যায় সিনেমার পোস্টার। সেই ভিডিও খোদ সিদ্ধার্থ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন।
ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু লোক পোস্টার নিয়ে উড়োজাহাজের ভেতরে যায় এবং তারপর উড়োজাহাজকে নিয়ে যাওয়া ১৩ হাজার ফুট উচ্চতায়। সেখান থেকে ওই লোক গুলো পোস্টার নিয়ে উড়োজাহাজ থেকে নীচে ঝাঁপ দেয়। এরপর আকাশে উড়তে থাকে পোস্টার। যাতে দেখতে পাওয়া যায় ছবির নায়কের চেহারা। এই নতুন পোস্টারের সঙ্গে ছবির টিজার মুক্তির তারিখ ঘোষণা করেন সিদ্ধার্থ। ছবিটির টিজার মুক্তি পাবে ১৯ ফেব্রুয়ারি। সিদ্ধার্থের এই পোস্টটি খুব দ্রুততার সঙ্গে ভাইরাল হচ্ছে। পোস্টে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। এই ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ভক্তরা। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৩ মার্চ।
জানা গেছে, যোদ্ধা সিনেমায় দেখানো হবে এক যোদ্ধার কাহিনী। ছবিতে সন্ত্রাসবাদীরা একটি বিমান হাইজ্যাক করে। যোদ্ধা সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করে বিমানে উপস্থিত সকল যাত্রীকে নিরাপদে ফিরিয়ে আনেন। এই যোদ্ধার ভূমিকায় দেখতে পাওয়া যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। সিদ্ধার্থ অভিনয় করবেন এক সৈন্যের ভূমিকায়। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দেখতে পাওয়া যাবে দিশা পাটানি এবং রাশি খান্নাকে। এবার ছবিটি কেমন হবে তার উত্তর পাওয়া যাবে ১৩ মার্চ।