Oscars 2023 : অস্কার মঞ্চে এবার উপস্থাপনায় দীপিকা পাড়ুকোন

নিজেই ইন্সটাগ্রামে পোস্ট করেছেন এই খবর

Oscars

এবার অস্কার মঞ্চে দেখা যাবে দীপিকাকেও। উপস্থাপক হিসেবে অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দীপিকা পাড়ুকোন। ভারতের পক্ষে এক সুখবর। বেশ কিছুদিন আগেই RRR ছবিটি গোল্ডেন গ্লোব সহ হলিউডে বেশ কিছু পুরষ্কার ঘরে তুলেছে। অস্কারের মঞ্চেও বেস্ট অরিজিনাল সং ক্যাটেগরির নমিনেশনে রয়েছে এই ছবির 'নাটু নাটু' গান। তার মধ্যেই দীপিকার উপস্থাপনার বিষয়টি অনেকটাই ভালো খবর বলিউড তথা ভারতের জন্য।

বৃহস্পতিবার অস্কার মঞ্চে উপস্থাপনার বিষয়টি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেন দীপিকা। তবে শুধু তিনিই নন, অস্কার মঞ্চে তাঁর পাশাপাশি এবার দখা যাবে দ্য রক, মাইকেল বি জর্ডান, রিজ আহমেদ, এলিলি ব্লাট, ম্যেলিসা ম্যাককার্থে, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথান মেজরস এবং আরও অনেককে।

৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস এবার অনুষ্ঠিত হবে লস এঞ্জেলসের ডলি থিয়েটারে। বলিউডের ৩ টি ছবি অস্কারের বিভিন্ন ক্যাটেগরিতে মনোনীত হয়েছে। যার মধ্যে একটি হল 'RRR' , আরেকটি হল শৌণক সেনের 'All That Breaths'। এবং গুলিত মনগাসের 'The Elephant Whispers'।



@endif