Aishwarya Rai Video: পাশে নেই অভিষেক? আরাধ্যাকে সঙ্গে নিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন ঐশ্বর্য

কেশ আম্বানির ছোট ছেলে অনন্তের বিয়ের সময় থেকে ঐশ্বর্যর সঙ্গে বচ্চন পরিবারের দূরত্ব চোখে পড়তে শুরু করে মানুষের। অনন্ত-রাধিকার বিয়েতে যেখানে গোটা বচ্চন পরিবার একসঙ্গে হাজির হয়, সেই সময় ময়ে আরাধ্যার হাত ধরে সেখানে যান ঐশ্বর্য।

Aishwarya Rai, Aaradhya Bachchan (Photo Credit: Instagram)

মুম্বই, ১৬ সেপ্টেম্বর: মা যখন সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন, সেই সময় খুশিতে আত্মহারা ঐশ্বর্য-কন্যা (Aishwarya Rai)। মায়ের সেরার শিরোপায় উচ্ছ্বসিত আরাধ্যা (Aaradhya Bachchan) । এবার  এমনই ছবি ধরা পড়ল আবু ধাবিতে। আবু ধাবির ইয়াস দ্বীপে ১৫ সেপ্টেম্বর SIIMA অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। দক্ষিণী সিনেমার সেরা অভিনেতা, অভিনেত্রীদের পুষ্কৃত করে এই SIIMA অ্যাওয়ার্ডের মঞ্চে। যেখানে এবার মণি রত্নমের 'পন্নিয়িন সেলভান'-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন ঐশ্বর্য রাই। ঐশ্বর্য যখন মঞ্চে উঠে সেরা অভিনেত্রীর পুরস্কার নিচ্ছেন, সেই সময় খুশিতে ডগমগ আরাধ্যা মোবাইল ফোন নিয়ে মায়ের ছবি তুলতে শুরু করেন চটপট।

মঞ্চ থেকে নেমে অনুরাগীদের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় ঐশ্বর্যকে। রাই যখন অনুরাগীদের সঙ্গে  লাল গালিচায় হাঁটার মাঝে ছবি তুলছেন, সেই সময় মায়ের হাত শক্ত করে ধরে থাকতে দেখা যায় আরাধ্যাকে। SIIMA অ্যাওয়ার্ডের মঞ্চেও এবার রাইয়ের পাশে অভিষেকের দেখা মেলেনি। অভিষেক বচ্চনকে ছাড়াই মেয়ে আরাধ্যার হাত ধরে দুবাইতে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

দেখুন আরাধ্যার সঙ্গে ঐশ্বর্যর সেই বিশেষ মুহূর্তের ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

প্রসঙ্গত মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্তের বিয়ের সময় থেকে ঐশ্বর্যর সঙ্গে বচ্চন পরিবারের দূরত্ব চোখে পড়তে শুরু করে মানুষের। অনন্ত-রাধিকার বিয়েতে যেখানে গোটা বচ্চন পরিবার একসঙ্গে হাজির হয়, সেই সময় ময়ে আরাধ্যার হাত ধরে সেখানে যান ঐশ্বর্য। অন্যদিকে অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan) দেখা যায় বাবা অমিতাভ, মা জয়া, দিদি শ্বেতা, জামাইবাবু নিখিল নন্দাদের সঙ্গে পোজ দিতে। এমনকী আরাধ্যার সঙ্গেও ক্যামেরার সামনে আসতে দেখা যায়নি জুনিয়র বচ্চনকে।

যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হলেও, বিষয়টি নিয়ে মুখে রা কাটতে দেখা যায়নি ঐশ্বর্যকে। তবে ঐশ্বর্যর সঙ্গে যে তাঁর বিচ্ছেদ হয়নি, তা অনুরাগীকে উত্তর দেওয়ার মাঝে স্পষ্ট করে দেন জুনিয়র বচ্চন।



@endif