Kabir Bedi Honoured With Lifetime Achievement Award: ইতালিতে লাইফ টাইম অ্যাচিভমেন্টে সম্মানিত বর্ষীয়ান অভিনেতা কবীর বেদি

সম্প্রতি ইতালির সার্ডিনিয়ার দর্শনীয় স্থানে অনুষ্ঠিত 'ফিল্মিং ইতালি সারদেগনা ফেস্টিভ্যাল'-এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত হলেন বর্ষীয়ান অভিনেতা কবীর বেদি (Kabir Bedi)।

Kabir Bedi (Photo Credits: Instagram)

সম্প্রতি ইতালির সার্ডিনিয়ার দর্শনীয় স্থানে অনুষ্ঠিত 'ফিল্মিং ইতালি সারদেগনা ফেস্টিভ্যাল'-এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত হলেন বর্ষীয়ান  অভিনেতা কবীর বেদি (Kabir Bedi)। বলিউড ছাড়াও ইউরোপেও নিজের অভিনয়ের কেরিয়ার এগিয়ে নিয়ে গেছেন কবীর বেদি। বিশেষ করে ইতালিতে তিনি একের পর এক প্রোডাকশনে কাজ করেছেন। ফিল্মিং ইতালি সারদেগনা ফেস্টিভ্যাল'-এর ডিরেক্টর তিজিয়ানা রক্কা বলেছেন, "সিনেমা জগতে কাজ ও অবদানের জন্য এই সম্মান অর্জন করেছে কবীর। অবিশ্বাস্য কর্মজীবন তাঁকে আন্তর্জাতিক সিনেমা জগতের আইকনে পরিণত করেছে। এই ঘটনাই বিশ্বকে কবীর প্রেমী করে তুলেছে।" আরও পড়ুন-Eid al-Adha 2022 Dates In Most Countries: আগামী ৯ জুলাই বিশ্বের ৬টি ইসলামিক দেশে পালিত হবে ঈদুজ্জোহা

সম্মান পেয়ে কবীর বেদি বলেন, "আরা প্যাসিস মিউজিয়ামটি একটি মাস্টার ক্লাসের জন্য অসাধারণ ছিল! এটি আমার ইতালি সফরের একটি বিস্ময়কর সমাপ্তি হয়েছে যা আমার আত্মজীবনীর ইতালীয় সংস্করণের প্রচার এবং ইতালীয় চ্যারিটি কেয়ার অ্যান্ড শেয়ার ইতালিয়ার জন্য একটি তহবিল সংগ্রহের সফর দিয়ে শুরু হয়েছিল। এই সংস্থাই ভারতের বস্তির শিশুদের শিক্ষার বন্দোবস্ত করেছে। আমি ইতালি থেকে যে স্বীকৃতি এবং ভালবাসা পেয়ে চলেছি, তাতে নিজেকে ধন্য মনে করি।"