Urfi Javed: 'খোলামেলা' পোশাক পরে দুবাইতে পুলিশি জেরার মুখে উরফি জাভেদ ! বাতিল হতে পারে দেশে ফেরা

স্থানীয় প্রশাসনের জেরার মুখে পড়ায় উরফির দেশে ফেরার টিকিট বাতিল করা হতে পারে। গোটা বিষয় নিয়েই আপাতত ধোঁয়াশা দেখা দিয়েছে, এই নিয়ে এখনও মুখ খোলেনি টিম উরফি।

Urfi Javed detained Photo Credit: Instagram@urf7i

উরফি জাভেদ আর বিতর্ক এখন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। এই ভাইরাল তারকার পোশাক নিয়ে হামেশাই চর্চা হয়। খোলামেলা পোশাক পরে বহুবার তোপের মুখে পড়েছেন উরফি। যদিও সেই নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই উরফির। তবে এবার আইনি জটিলতায় বিগ বস তারকা উর্ফি জাভেদ।

নিজের ডিজাইন করা একটা কাটা-ফাটা পোশাক করে ভিডিও শ্যুট করছিলেন উরফি। তখনই বাধা দেয় পুলিশ। যদিও সমস্যা তাঁর পোশাক ঘিরে নয়, যে জায়গাতে উরফি ওই ভিডিও শ্যুট করছিলেন সেটা সর্বসাধারণের ব্যবহারের জায়গা। আর ওই জায়গায় ওই ধরণের খোলামেলা পোশাক পরে ভিডিও শ্যুট করবার অনুমতি নেই দুবাইয়ে। সেই কারণে তাঁকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

স্থানীয় প্রশাসনের জেরার মুখে পড়ায় উরফির দেশে ফেরার টিকিট বাতিল করা হতে পারে। গোটা বিষয় নিয়েই আপাতত ধোঁয়াশা দেখা দিয়েছে, এই নিয়ে এখনও মুখ খোলেনি টিম উরফি।