Urfi Javed: খোলামেলা পোশাকে আগেই নজরে এসেছেন উর্ফি, এবার ধারালো পোশাকে চমকে দিলেন ফ্যাশান গার্ল

Photo Credit_Instagram

উর্ফি জাভেদ , তাঁকে নিত্য নতুন পোশাকে দেখার জন্য মুখিয়ে থাকেন তাঁর অনুগামীরা। আবার পোশাকের জন্য বিতর্ক পিছুও ছাড়ে না তাঁর। ঈদের দিনে  শাড়ির সঙ্গে যে ব্লাউজ উর্ফি পরেছিলেন তাতে অভিনেত্রীর বক্ষবিভাজিকা সুস্পষ্ট দেখা গিয়েছিল। তাতেই সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন। ঈদের মতো পবিত্র দিনে কেন এই ধরনের ব্লাউজ পরেছেন উর্ফি, জোর তরজা শুরু হয়েছিল নেটদুনিয়ায়। তবে তিনি এসবের ধার ধারেন না।

বিতর্কের মাঝেই এবার ব্লেড দিয়ে এক ধারালো পোশাক পরে চমকে দিলেন তিনি। পোশাকের নাম দিয়েছেন- রেজার কাট।  উর্ফি আগেই জানিয়েছিলেন যে তিনি নিজেই তাঁর পোশাক ডিজাইন করেন। এবারের এই অদ্ভূত ভাবনাও তাঁর মাথা থেকেই বেড়িয়েছে। তবে যারা এই পোশাক বানিয়েছেন সেই টিমকে ধন্যবাদ জানাতে ভোলেননি উর্ফি।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)



@endif