Nia Sharma: সাদা খোলামেলা লেহেঙ্গায় উষ্ণতা ছড়াচ্ছিলেন বেশ, আগুন লেগে হঠাৎ ঘটল বিপত্তি

দীপাবলির সাজে খোলামেলা পোশাকে উষ্ণতা ছড়াচ্ছিলেন নিয়া শর্মা (Nia Sharma)। পার্টি বেশ জমে উঠেছিল। চলছিল কোমর দুলিয়ে নাচ, ঠুমকা। কিন্তু হঠাৎ ঘটল বিপত্তি। প্রদীপের (Diya) আগুনে আগুন লেগে (Caught Fire) দাউ দাউ করে জ্বলতে থেকে তাঁর লেহেঙ্গা (Lehenga)। কোনোমতে আগুন নেভানো হয়। লেহেঙ্গা এবং ওড়না অনেকটাই প্রায় জ্বলে গিয়েছে। নিয়া শর্মা নিজেই সেই ছবি পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

নিয়া শর্মা (Photo Credits: File Photo)

মুম্বই, ২৯ অক্টোবর: দীপাবলির সাজে খোলামেলা পোশাকে উষ্ণতা ছড়াচ্ছিলেন নিয়া শর্মা (Nia Sharma)। পার্টি বেশ জমে উঠেছিল। চলছিল কোমর দুলিয়ে নাচ, ঠুমকা। কিন্তু হঠাৎ ঘটল বিপত্তি। প্রদীপের (Diya) আগুনে আগুন লেগে (Caught Fire) দাউ দাউ করে জ্বলতে থেকে তাঁর লেহেঙ্গা (Lehenga)। কোনোমতে আগুন নেভানো হয়। লেহেঙ্গা এবং ওড়না অনেকটাই প্রায় জ্বলে গিয়েছে। নিয়া শর্মা নিজেই সেই ছবি পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

View this post on Instagram

Tainu suit suit karda Diwali celebration Happy Diwali 🎆✨✨✨ @gururandhawa @gururandhawa_legend @niasharma90 DON'T FORGET TO DOUBLE 💜💚 TAP . FOLLOW ME 👉 @guru_da_fan_suraj 🤓🤓 FOLLOW 👉 @gururandhawa 👑👑 . . . @gururandhawa @guru_da_fan_suraj @bollyboomindia @thewhitecollarfilms @tseries.official @djshadowdubai @directorgifty @xoizaleite @randhawaramneek @gschandhok @randhawa9700 @officialveemusic @jassi__singh @gururandhawa #highratedgabru #guru #madeinindia #mumbai #bollywood #hollywood #gururandhawa #singer #musiclover #slowlyslowly #liveshows #like4likeback #likeforlikes #downtown #insta #trending #instagood #billboard #india #diwali #celebration #happydiwali #fanlove #artist #directorgifty #party #nehakakkar #followmeplease #keepsupporting #guru_da_fan_suraj 🎊 🎊 🎊 🎊 ❤ ❤ ❤ @gururandhawa High rated gabru 😎

A post shared by Guru + Suraj (@guru_da_fan_suraj) on

 

View this post on Instagram

 

@niasharma90 at Dilwali Party💗

A post shared by Sidni/Nivi Fanpage (@niasharma_ravidubey_) on

 

দীপাবলির পার্টিতে গিয়ে বেশ আনন্দ করছেন নিয়ে। সহকর্মীদের সঙ্গে জমিয়ে করছিলেন পার্টি। তাঁকে খোলামেলা সাদা লেহেঙ্গায় দেখে নেশা লেগে যায় নেটিজেনদের। সেই ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামেও। তাঁর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। পার্টি শুরুর আগে পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবিও তোলেন। হঠাৎ প্রদীপের থেকে লেহেঙ্গায় আগুন লেগে যায়। জলে যায় তাঁর লেহেঙ্গার নিচের অংশ। তবে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আরও পড়ুন, রাজস্থানে 'মিমি'-র শুটিং শুরু, অভিনয়ে বলিউড অভিনেত্রী কৃতি সেনন

সম্প্রতি একতা কাপুরের (Ekta Kapoor) প্রযোজনায় সম্প্রচারণ হতে চলেছে 'নাগিন ৪'। নিয়া সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। তিনিও নাম লেখালেন মৌনী রায়, আদা খানের দলে। টুইটারে একতা কাপুর ঘোষণা করেছেন 'নাগিন ৪' (Naagin 4) সম্প্রচারের ব্যাপারে। কবে থেকে দেখতে পাওয়া যাবে তার পাকাপাকি কোনো তারিখ এখনও পর্যন্ত জানানো হয়নি।



@endif