Neha Marda Hospitalized: গর্ভাবস্থাকালীন জটিলতা, হাসপাতালে ভর্তি 'বালিকা বধূ' অভিনেত্রী

সন্তান জন্মের আগেই শারীরিক জটিলতা কারণে হাসপাতালে ছুটতে হল ৩৭ বছরের নেহা মারদাকে।

Neha Marda (Photo Credits: Instagram

মুম্বই, ৭ এপ্রিলঃ হাসপাতালে ভর্তি বালিকা বধূ খ্যাত অভিনেত্রী নেহা মারদা (Neha Marda)। জানা গিয়েছে, গর্ভাবস্থাকালীন কিছু জটিলতার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীকে। বিগত দুই তিন দিন ধরেই চিকিৎসা চলছে টেলিভিশন অভিনেত্রীর। হাসপাতালে চিকিৎসকদের কড়া তত্ত্বাবধানে রাখা হয়েছে নেহাকে।

হাসপাতালে ভর্তি গর্ভবতী নেহা মারদা... 

 

View this post on Instagram

 

A post shared by Tellychakkar Official ® (@tellychakkar)

গত বছর নভেম্বরে নিজের মা হওয়ার সুসংবাদ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। শিল্পপতি স্বামী আয়ুষ্মান আগরওয়ালের সঙ্গে বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন নেহা। বিয়ের ১০ বছর পর দুই থেকে তিন হতে চলেছেন বালিকা বধূ খ্যাত অভিনেত্রী।

বেবি বাম্পের ছবি শেয়ার নেহার... 

 

View this post on Instagram

 

A post shared by Neha Marda (@nehamarda)

সন্তান জন্মের আগেই শারীরিক জটিলতা কারণে হাসপাতালে ছুটতে হল ৩৭ বছরের নেহা মারদাকে। গর্ভবতী অভিনেত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন তাঁর ভক্তমহল। নেহা এবং তাঁর সন্তানের দ্রুত সুস্থতার কামনা করছেন ভক্তমহল। যদিও অভিনেত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার সঠিক কারণ এখনও নিশ্চিত করে জানা যায়নি।

 



@endif