Bigg Boss 14: ৩ অক্টোবর শুরু হতে চলেছে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৪, দেখুন প্রতিযোগিদের তালিকা
গতকাল মুক্তি পেয়েছে বিগ বস ১৪-র প্রোমো, যেখানে জানা গেছে আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে জনপ্রিয় এই রিয়েলিটি শো। এর আগে গত দু'মাস ধরে টুকরো টুকরো কিছু প্রোমো দেখেছি। সময় জটি এগিয়ে আসছে বিগ বসে আবার চোখ রাখার জন্য উত্তেজনার পারদ ঠিক ততটাই চড়ছে।
গতকাল মুক্তি পেয়েছে বিগ বস ১৪-র (Big Boss 14) প্রোমো, যেখানে জানা গেছে আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে জনপ্রিয় এই রিয়েলিটি শো। এর আগে গত দু'মাস ধরে টুকরো টুকরো কিছু প্রোমো দেখেছি। সময় যতই এগিয়ে আসছে সলমন খানের সঞ্চালনায় বিগ বসে আবার চোখ রাখার জন্য উত্তেজনার পারদ ঠিক ততটাই চড়ছে।
এবারে করোনার (COVID-19)কারণে বিগ বস হাউজে থাকবে একাধিক বিধিনিষেধ। যেখানে ১৪ জন প্রতিযোগীকে একটা ঘরে বন্দি করা হবে। যে ১৪ জন এবার প্রতিযোগী হয়ে আসার কথা, তাঁরা হলেন-নিয়া শর্মা, জেসমিন ভাসিন, অ্যালি গনি, নয়না সিং, নিশান্ত সিং মালকানি এবং নেহা শর্মা। যদিও এদের মধ্যে নিয়া ও নেহা শর্মা তারা শো'তে যাবেন না। আর কারা রয়েছেন এই তালিকায়? দেখে নিন-
আরও পড়ুন, কোভিড-১৯ লকডাউনে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, আহত কিংবা চাকরি হারানোর খবর নেই: রিপোর্ট
View this post on Instagram
In my own lane, on my own frequency ⚡️⚡️ Shot by @rahuljhangiani Styled by @begborrowstealstudio Gown by @victor_robinsonofficial Earnings by @radhikaagarwalstudio
A post shared by Jasmin Bhasin (@jasminbhasin2806) on
View this post on Instagram
If we could only turn back time #throwbackwednesday
A post shared by Nishant Malkani (@nishantsinghm_official) on
View this post on Instagram
Wada tha mukar gaya.. Nasha tha uttar gaya.. Dil tha Bikhar gaya... Insaan tha... Badal Gaya.. 🎭
A post shared by 𝓣𝓱𝓮 𝓐𝓵𝔂 𝓖𝓸𝓷𝓲 ~ علی گونی (@alygoni) on
View this post on Instagram
Le ja rahi hain jaane kaha Hawayein ♥️ #festivevibes #indian #ganeshchaturthi
A post shared by Rahul Vaidya 🇮🇳🎤 (@rahulvaidyarkv) on
এই তালিকাটি দেখে সকললেই অবাক হয়ে যায়, এখন নির্মাতারা এতে কোথাও টুইস্ট তো যোগ করবেনই। স্পটবয়ের রিপোর্ট অনুসারে, শোয়ের কয়েক সপ্তাহ পর আরও কিছু নতুন প্রতিযোগীদের প্রবেশ হতে পারে। এই প্রতিযোগীরা ছাড়াও ভিভিয়ান ডি'সেনা, রাজীব সেন, অধ্যয়ন সুমন এবং ঋত্বিক অরোড়ার মতো নামও প্রকাশিত হয়েছিল তবে তাঁরাশো অফার প্রত্যাখ্যান করেন।