Tom Wilkinson Passes Away : প্রয়াত ব্রিটিশ অভিনেতা জন উইকিনসন

মৃত্যকালে তার বয়স ছিল ৭৫ বছর

Photo ANI

প্রয়াত হলেন দু বারের অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেতা টম উইলকিনসন (Tom Wilkinson)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর পরিবারের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে।

তাঁর ৫০ বছরের কর্মজীবনে তিনি মোট ১৩০ টি ছবি এবং টেলিভিশনে কাজ করেছেন। দুবার অস্কারের জন্য মনোনয়ন এবং একবার বাফটা পুরষ্কার জেতেন তিনি।

ব্রিটিশ অভিনেতা কমেডি, অ্যাকশন, ড্রামা সহ বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করেছেন। ছবিতে জন এফ কেনেডির বাবা হিসেবে এবং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন হিসেবে তিনি অভিনয় করেছেন।

২০১৪ সালে সেলমা নামের এক ছবিতে তাঁকে প্রেসিডেন্ট লিন্ডন জনসনের ভূমিকায় দেখা গিয়েছিল।

আমেরিকার রাজনৈতিক চরিত্রগুলিতে অনেক সময় অভিনয় করতে দেখা যেত তাঁকে। এছাড়া ব্যাটম্যান বিগিনস,  দ্য প্যাট্রিয়ট, ইটারনাল সানসাইন অফ স্পটলেস মাইন্ড, দ্যা গ্যাদারিং স্টর্ম, ব্ল্যাক নাইট, ব্ল্যাক নাইট, ভালকাইরি, দ্য লোন রেঞ্জার এন্ড ডিনায়াল ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে।



@endif