Swatilekha Sengupta Dies: ‘বেলা শুরু’র আগেই পূর্ণচ্ছেদ! প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত

প্রয়াত সত্যজিতের ‘বিমলা’৷ দীর্ঘ রোগভোগের পর বুধবার দুপুরে শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব তথা প্রবীণ অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত (Sawatilekha Sengupta)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর৷

স্বাতীলেখা সেনগুপ্ত (Photo Credits: Social Media)

প্রয়াত সত্যজিতের ‘বিমলা’৷ দীর্ঘ রোগভোগের পর বুধবার দুপুরে শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব তথা প্রবীণ অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর৷ কিডনির অসুখে ভুগছিলেন তিনি৷ এই অসুস্থতার কারণে গতমাসেই হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে৷ টানা ২৫দিন হাসপাতালে ছিলেন৷ সেখানেই তাঁর ডায়ালিসিস চলছিল৷ ক্রমে সুস্থ হয়ে উঠছিলেন প্রবীণ অভিনেত্রী৷ আচমকাই ছন্দপতন৷ বুধবার দুপুরে সমস্তরকম সুস্থতা অসুস্থতার ঊর্ধ্বে চলে গেলন৷ রেখে গেলেন স্বামী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ও কন্যা সোহিনী সেনগুপ্তকে৷ গত ২২ মে ৭০ বছর পূর্ণ করে ৮১-এ পা দিয়েছিলেন স্বাতীলেখা৷

১৯৮৪ সালে সত্যজিৎ রায়ের ঘরেবাইরে ছবিতে বিমলা-র চরিত্র দিয়ে তাঁর অভিনয়ের য়াত্রা শুরু৷ জীবনভর বাংলা থিয়েটারকে অসামান্য অভিনয় উপহার দিয়েছেন তিনি৷ মঞ্চাভিনেত্রী হিসেবে জিতে নিয়েচে সংগীত নাক অ্যাকাডেমি, নাট্য অকাদেমি-র পুরস্কার৷ প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি দর্শক দারুণ জমে৷ একথা প্রথমেই বুঝতে পারেন সত্যজিৎ রায়৷ তাই প্রথম ছবি ঘরেবাইরে-তে স্বাতীলেখার বিপরীতে সৌমিত্রকে অভিনয় করতে দেখা গিয়েছিল৷ তবে এরপর দুজনকে বহুদিন একসঙ্গে সেলুলয়েডের পর্দায় দেখা যায়নি৷ একেবারে জীবন সায়াহ্নে শিবপ্রসাদ ও নন্দিতা-র ‘বেলাশেষে’ ছবিতে দেখা গেল সৌমিত্র স্বাতীলেখাকে৷ হোক না দেরি, পুরোনো চাল তো ভাতে বাড়বেই৷ হলও তাই, ‘বেলাশেষে’ দারুণ সফল৷   মারকাটারি অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত৷ আরও পড়ুন-Baishakhi Sovan Banerjee: জামাইষষ্ঠীতে facebook চমক, ‘বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়’

অনুরাগীদের আগ্রহে এই ছবির সিক্যুয়েলও তৈরি করালেন শিবপ্রসাদ ও নন্দিতা৷ ছবির নাম ‘বেলাশুরু’৷ তবে দুঃখের বিষয়, ছবিমুক্তির আগেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন দুই প্রথিতযশা অভিনয় ব্যক্তিত্ব৷ গত নভেম্বরে করোনা পরবর্তী জটিলতায় চলে গেলেন সৌমিত্রবাবু৷ আর আজ চলে গেলেন তাঁর নায়িকা স্বাতীলেখা সেনগুপ্ত৷

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now