সৌমিত্র চ্যাটার্জি (Photo Credits: Facebook)

কলকাতা, ১২ নভেম্বর: বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) শ্বাসনালিতে অস্ত্রোপচার সফল হয়েছে।যাকে বলা হচ্ছে ট্র্যাকিয়োস্টোমি। আজ বৃহস্পতিবার তাঁর প্লাজমাফেরেসিস করবেন চিকিৎসকরা। বুধবার রাতেই প্রবীণ অভিনেতার চিকিৎসার তত্ত্বাবধানে থাকা বেলভিউর বিশেষজ্ঞ চিকিৎক ডাক্তার অরিন্দম কর জানিয়েছেন, “বুধবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্রাকিওস্টোমি সফল হয়েছে। অভিনেতার প্লেটলেট কাউন্ট খুবই কম। হেমাটোলজি সংক্রান্ত বেশকিছু সমস্যাও রয়েছে। এত সমস্যার মধ্যে অস্ত্রোপচার করা বেশ কঠিন ছিল। তবে শেষপর্যন্ত অস্ত্রোপচার সফল হয়েছে। রক্তক্ষরণের সমস্যাও নিয়ন্ত্রণে। ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক দীপঙ্কর দত্ত এই অস্ত্রোপচার করেন। মেডিক্যাল বোর্ড আপাতত সৌমিত্রবাবুর জ্ঞান ফেরানোর বিষয়টিতেই বেশি নজর দিচ্ছে। তাই এবার অভিনেতার প্লাজমা ফেরেসিস করানো হবে।”

তিনি আরও জানান, “এই প্লাজমা ফেরেসিস অভিনেতার জ্ঞান ফেরাতে সহায়ক হবে। এই মুহূর্তে তাঁর অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করচে। জ্বরও নেই। তাঁকে ভেন্টিলেশন থেকে মাঝে মাঝে বের করার চেষ্টা হচ্ছে। তবে সেই প্রক্রিয়া অত্যন্ত ধীরে চলছে। প্রাজমা ফেরেসিসের প্রথম পর্যায়ের পর ফের মেডিক্যাল বুলেটিনে জানানো হবে পরবর্তী পরিস্থিতি।” কই অবস্থায় রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শারীরিক পরিস্থিতির কোনওরকম অবনতি হয়নি। গ্লাসগো কোমা স্কেলে মস্তিষ্কের স্নায়ুর সাড়া দেওয়ার সূচক ৮-৯ এর মধ্যে ঘোরাফেরা করছে। একদিন অন্তর চলছে ডায়ালিসিস। কিডনি থেকে সমস্ত টক্সিক পদার্থ বের করে নেওয়া হয়েছে। তবে কিটনি স্বাবাবি কর্মক্ষমতায় ফিরতে এখনও অনেকগুলো দিন সময় লাগবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখছেন। সেই বৈঠকের সিদ্ধান্তেই আজ অভিনেতার প্লাজমা ফেরেসিস হবে। আরও পড়ুন-Soumitra Chatterjee Health Update: একই রকম রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আজ হতে পারে ট্রাকিওস্টমি

উল্লেখ্য, টানা একমাসেরও বেশি সময় ধরে কোমর্বিডিটির সঙ্গে ক্রমাগত লড়াই করে চলেছেন তিনি। সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাখতে দিনের পর দিন তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সংকট অনেকটাই কেটেছে। তবে একটানা ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টে থাকায় দুর্বলও হয়ে পড়েছেন অভিনেতা। আজকের প্লাজমা ফেরেসিসের পর ভালো খবর শোনাবেন চিকিৎসকরা, অন্তত এমন আশা করতে পারি।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Belashuru: মানুষকে মায়ার বাঁধনে বেঁধে সগৌরবে ১০০ দিনে পদার্পণ সৌমিত্র স্বাতীলেখার 'বেলাশুরু'

Deepa Chatterjee Passes Away: প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়

Late Actor Soumitra Chatterjee's Birthday: অপুকে পাওয়ার আনন্দে? সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি একটু বেশিই নরম ছিলেন সত্যজিৎ রায়

Poulami Bose COVID19 Positive: করোনায় আক্রান্ত প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসু

Exhibition on Soumitra Chatterjee: ‘অপুর সংসার’ থেকে ‘ময়ূরাক্ষী,’ কলকাতা চলচ্চিত্র উৎসবের অঙ্গনে এবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাজের প্রদর্শনী

Bengal Celebs We lost in 2020: ফিরে দেখা ২০২০! প্রণব মুখার্জি থেকে সৌমিত্র চ্যাটার্জি, কাদের হারালাম আমরা?

Amul Pays Tribute to Soumitra Chatterjee: কিংবদন্তী প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ইলাস্ট্রেশনের মধ্যে দিয়ে শ্রদ্ধার্ঘ্য আমূলের

Bollywood Celebs on Soumitra Chatterjee's Death: সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত অনিল কাপুর, রিচা চাড্ডা, মনোজ বাজপেয়ী, টুইট শোকবার্তা