Veteran Actor Monu Mukherjee Passes Away: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়
বয়সজনিত রজার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৯৩ বছর। রবিবার সকাল ৯টা ৩৫ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। বড় পর্দা তো বটেই থিয়েটারের একজন জনপ্রিয় মুখ ছিলেন তিনি। 'ফেলুদা' সৌমিত্র চ্যাটার্জির পর 'মছলিবাবা'র প্রয়াণে শোকস্তব্ধ টলিউড এবং থিয়েটারের শিল্পীমহল।
কলকাতা, ৬ ডিসেম্বর: বয়সজনিত রজার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় (Actor Monu Mukherjee)। বয়স হয়েছিল ৯৩ বছর। রবিবার সকাল ৯টা ৩৫ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। বড় পর্দা তো বটেই থিয়েটারের একজন জনপ্রিয় মুখ ছিলেন তিনি। 'ফেলুদা' সৌমিত্র চ্যাটার্জির পর 'মছলিবাবা'র প্রয়াণে শোকস্তব্ধ টলিউড এবং থিয়েটারের শিল্পীমহল।
বড় পর্দায় তাঁর প্রথম চলচ্চিত্রে মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’। ১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটারের প্রম্পটার ছিলেন। মৃণাল সেন ছাড়াও অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবিতে। মৃগয়া, জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান-সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দাতেই নিয়মিত দেখা গিয়েছে এই বর্ষীয়ান অভিনেতাকে।
১৯৫৭ সালে প্রম্পটার শ্রীরঙ্গম থিয়েটারে যোগ দেন। বর্তমানে যা বিশ্বরূপা থিয়েটার বলে পরিচিত। ছয়ের দশকে সুজাতা সদন, মিনার্ভা, বিশ্বনাথ মহল, রং মহল, স্টার থিয়েটারেও কাজ করেছেন তিনি। একইসঙ্গে তবলা বাদক হিসেবে বিশেষ পরিচিতি ছিল তাঁর। একাধিক সিনেমা, সিরিয়াল সহ ওয়েব সিরিজে কাজ করেছেন মনু মুখোপাধ্যায়।
এরপর উত্তরায়ণ, অশনি সংকেত, জয় বাবা ফেলুনাথ, দাদার কীর্তি, সাহেব, গণশত্রু, পাতালঘর, বাকিটা ব্যক্তিগত, গয়নার বাক্সর ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি পৌষ ফাগুনের পালা, বয়েই গেল, সংসার সুখের হয় রমনীর গুণে সিরিয়ালে অভিনয় করেছেন। অভিনয় করেছেন ব্যোমকেশ মাকড়সার রস ওয়েব সিরিজে। মৃণাল সেনের মৃগয়া, সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান সহ একাধিক বাংলা ছবিতে তিনি অভিনয় করেছেন।