Srijit Mukherji: মিথিলার প্রাক্তন স্বামীকে টেনে কটাক্ষ সৃজিত মুখার্জিকে! ক্লিন বোল্ড করলেন পরিচালক

রবিবার ছুটির দিন। ব্যস্ততার ভাঁজে একটু অবসর খুঁজে নিয়েছিলেন। টুইটার আলাপচারিতায় নেটিজেনদের সঙ্গে মেতেছিলেন পরিচালক সৃজিত মুখার্জি। উত্তর দিচ্ছিলেন ব্যক্তিগত খুঁটিনাটি থেকে সিনেমা সমস্ত বিষয়েরই। এমন সময় হঠাৎ করেই তাঁর চোখে পড়ে স্ত্রী মিথিলার আগের স্বামী তাহসানের তুলনা টেনে তাঁকে বিঁধেছেন এক নেটিজেন। কিন্তু উত্তেজিত না হয়ে সেই ব্যক্তিকে একহাত নেন সৃজিত। আর সেটা একেবারে নিজস্ব স্টাইলে।

সৃজিত মুখার্জি-রাফিয়াত রশিদ মিথিলা (Photo Credits: IANS and Facebook)

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: রবিবার ছুটির দিন। ব্যস্ততার ভাঁজে একটু অবসর খুঁজে নিয়েছিলেন। টুইটার আলাপচারিতায় নেটিজেনদের সঙ্গে মেতেছিলেন পরিচালক সৃজিত মুখার্জি। উত্তর দিচ্ছিলেন ব্যক্তিগত খুঁটিনাটি থেকে সিনেমা সমস্ত বিষয়েরই। এমন সময় হঠাৎ করেই তাঁর চোখে পড়ে স্ত্রী মিথিলার আগের স্বামী তাহসানের তুলনা টেনে তাঁকে বিঁধেছেন এক নেটিজেন। কিন্তু উত্তেজিত না হয়ে সেই ব্যক্তিকে একহাত নেন সৃজিত। আর সেটা একেবারে নিজস্ব স্টাইলে।

আলিম নামে বাংলাদেশের এক টুইটার ব্যবহারকারী মিথিলার উদ্দেশে লেখেন, “তাহসানের মতো হ্যান্ডসাম বয় ছেড়ে দিয়ে ওল্ড বয়কে ধরেছে।” এই কটাক্ষের জবাব হিসেবে ক্লিন বোল্ড করে সৃজিতের জবাব, “আমি জানি, রোজ আয়নায় দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। বোটক্স আর প্লাস্টিক সার্জারি, দু’টোর জন্যই টাকা জমাচ্ছি।” এই উত্তর নজর গোচর হতেই মাঠে নেমে পড়েন সৃজিত ভক্ত রা। কমেন্ট বক্সে ওঠে হাসির রোল। পরিচালকের প্রশংসায় মেতে ভক্ত বলেন এই সমস্ত অবাঞ্ছিত মেসেজকে পাত্তা না দিতে। একজন সৃজিত ভক্ত লিখেছেন, “কি দরকার সৃজিতদা? পাগলের প্রলাপ বকতে দাও।” আর একজনের কমেন্ট, “আপনার উত্তর দেখে হাসতে হাসতে পেট ফেটে গেল। খিল্লি করারও একটা লিমিট আছে।” কিছু দিন আগেই পার হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। আর এই প্রেমের মরসুমে সৃজিত আপাতত রয়েছেন শ্বশুরবাড়ি ঢাকাতেই। ওখানকার সংবাদমাধ্যমকে পরিচালক মন খুলে শেয়ার করেছেন মিথিলার সঙ্গে প্রথম আলাপ থেকে বিয়ের নানা অজানা তথ্য। সোশ্যাল মিডিয়ায় সেসব এখন ট্রেন্ডিং। ফেসবুকের মাধ্যমেই নাকি দু’জনের প্রথম আলাপ। প্রেম দেওয়া নেওয়াটাও ওখান থেকেই। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সৃজিতই। মিথিলার প্রেমে যে তিনি বুঁদ, তা আলাপচারিতার কিছুদিনের মধ্যেই জানিয়ে দিয়েছিলেন তিনি। মিথিলারও মনে ধরেছিল তাঁকে। আরও পড়ুন: Burqa Controversy: তসলিমা নাসরিনের বিস্ফোরক মন্তব্যের কড়া জবাব গায়ক এ আর রহমানের কন্যা খাতিজার

তারপর গত বছর ৬ ডিসেম্বর বিয়ে করেন দুজনে। শীতের রাতে মেয়ে আইরাকে সঙ্গে নিয়েই নতুন পথ চলা শুরু করেন তাঁরা।