Pallavi Dey: অভিনেত্রী পল্লবী দে-র রহস্য মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড, দেখুন কে কী বললেন

সাগ্নিক চক্রবর্তীর পাশাপাশি পল্লবীর বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে পরিবার। যা নিয়ে এই মুহূর্তে তুঙ্গে চর্চা। পল্লবীর মৃতত্যুর পর ভেঙে পড়েন তাঁর সহকর্মী এবং বন্ধুরা।

Pallavi Dey (Photo Credit: Instagram)

কলকাতা, ১৬ মে:  রবিবার গড়ফায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয় জনপ্রিয় অভিনেত্রী (Actor) পল্লবী দে-র (Pallavi Dey) মৃতদেহ। পল্লবীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। পল্লবীর মত একজন শক্ত মনের মানুষ কীভাবে এই কাজ করলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন তাঁর সহকর্মীরা। পল্লবীর মৃত্যুর পর সোমবার গড়ফা থানায় অভিনেত্রীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। সাগ্নিক চক্রবর্তীর পাশাপাশি পল্লবীর বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে পরিবার। যা নিয়ে এই মুহূর্তে তুঙ্গে চর্চা। পল্লবীর মৃতত্যুর পর ভেঙে পড়েন তাঁর সহকর্মী এবং বন্ধুরা। দেখুন কে কী বললেন...

পল্লবী কেন এই কাজ করলেন। তিনি সব সময় তাঁর সঙ্গে থাকবেন। পল্লবীর মৃত্যুর পর এমনই মন্তব্য করেন তাঁর প্রিয় বন্ধু আন্দ্রেয়ী...

পল্লবীর কি কোনও 'স্ট্রেস' ছিল, নাকি প্রেমই এই করুণ পরিণতির জন্য দায়ি বলে প্রশ্ন তোলেন শ্রীলেখা মিত্র...

অভিনেতা সায়ক চক্রবর্তীও যেন হাসিখুশি পল্লবীর মৃত্যু মেনে নিতে পারছেন না...

গঙ্গারামের টায়রা অর্থাৎ অভিনেত্রী সোহিনী গুহ রায়ও পল্লবীর মৃত্যুতে শোকাহত...

সবকিছু মিলিয়ে পল্লবী দে-র মৃত্যুর পর যেন রহস্য বাড়তে শুরু করেছে।