Raj Chakrabarty: 'চটকে খেয়ে নেব', কোভিড থেকে মুক্তি মিলতেই ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন রাজ চক্রবর্তী

এই প্রথম নয়, যখন রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত হন, এর আগেও একবার কোভিড সংক্রমিত হন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক। রাজের পাশাপাশি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও করোনায় আক্রান্ত হন।

Raj-Subhashree With Yuvaan (Photo Credit: Instagram)

কলকাতা, ১৪ জানুয়ারি: ছেলের সঙ্গে ছবি শেয়ার করলেন রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। কোভিড থেকে সেরে উঠে ছেলে ইউভানকে কোলে নিয়ে আবেগপ্লুত হয়ে ওঠেন রাজ চক্রবর্তী। শুধু তাই নয়, ইউভানকে (Yuvaan) কোলে নিয়ে 'চটকে খেয়ে নেব' বলে আবেগী হয়ে পড়েন চলচ্চিত্র পরিচালক।  দেখুন সেই ছবি...

 

 

View this post on Instagram

 

এই প্রথম নয়, যখন রাজ চক্রবর্তী করোনায় (Corona) আক্রান্ত হন, এর আগেও একবার কোভিড (COVID 19) সংক্রমিত হন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক। রাজের পাশাপাশি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও করোনায় আক্রান্ত হন।  ফলে নিভৃতবাসে থাকাকালীন সময় বাবা-মা কাউকেই কাছে পায়নি ছোট্ট ইউভান।

আরও পড়ুন: PM Narendra Modi's Meeting On COVID: ওমিক্রন সংক্রমক, গুজব নয়, প্রত্যেকে সতর্ক থাকুন, বললেন মোদী

কোভিড থেকে সুস্থ হয়ে তাই ছেলেকে কোলে নিয়ে সেই ছবি শেয়ার করেন রাজ চক্রবর্তী। রাজ এবং ইউভানের সেই ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।  পাশাপাশি রাজ এবং ইউভানকে দেখে পরিচালকের অনুরাগীরাও তাঁদের ভালবাসা জানাতে শুরু করেন।