Nusrat Jahan: 'লভ লাইফে' বোল্ড সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত বিষয, সামলোচকদের ধুয়ে দিলেন নুসরত

নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে হয়নি, তিনি সহবাস করেছেন। প্রকাশ্যে এমন মন্তব্যের পর থেকে একের পর এক সমালোচনা ধেয়ে আসতে শুরু করে নুসরতকে উদ্দেশ্য করে। তবে তিনি কখনও ভেঙে পড়েননি। উলটে সমস্ত সমালোচনার উর্দ্ধে গিয়েনিচজের জীবনকে সাজিয়ে নিয়েছেন।

Nusrat Jahan (Photo Credit: Instagram)

কলকাতা, ২৩ ডিসেম্বর:  তাঁর জীবন, তিনি কী সিদ্ধান্ত নেবেন, তা একান্ত ব্যক্তিগত বিষয়। সেসব নিয়ে তিনি কারও সঙ্গে কোনও রকম আলোচনা করতে চান না। তাঁর নেওয়া সিদ্ধান্ত যদি কারও 'বোল্ড' বলে মনে হয় তাহলে ভাল। কিন্তু তিনি নিজে জানেন যে কী করছেন। কেন করছেন। নিজের পরিচালিত একটি অনুষ্ঠানে 'হটসিটে' বসে এমনই মন্তব্য করলেন নুসরত জাহান। নুসরতের ওই অনুষ্ঠানে একাধিক তারকা আসেন। কখনও তনুশ্রী চক্রবর্তী তো কখনও ঋতাভরী। তবে এবার নুসরত (Nusrat Jahan) নিজেই বসে পড়েন হটসিটে। তাঁর 'লভ লাইফ' নিয়ে একাধিক স্বীকারোক্তি শোনা যায় টলিউডের (Tollywood) অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রীকে। দেখুন নুসরতের সেই ভিডিয়ো...

 

View this post on Instagram

 

নিখিল  জৈনের (Nikhil Jain) সঙ্গে তাঁর বিয়ে হয়নি, তিনি সহবাস করেছেন। প্রকাশ্যে এমন মন্তব্যের পর থেকে একের পর এক সমালোচনা ধেয়ে আসতে  শুরু করে নুসরতকে উদ্দেশ্য করে। তবে তিনি কখনও ভেঙে পড়েননি। উলটে সমস্ত সমালোচনার উর্দ্ধে গিয়েনিচজের জীবনকে সাজিয়ে নিয়েছেন।

আরও পড়ুন:  TMC Leader Saket Gokhale: 'হিন্দু রাষ্ট্রের জন্য কী করণীয়', উত্তরাখণ্ডের ধর্ম সংসদ অনুষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতা সাকেত গোখলের

নিখিলের সঙ্গে বিচ্ছেদর পর অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সন্তানের মা হয়েছেন। শ্যুটিং শুরু করেছেন, আবার লোকসভায় হাজিরও হয়েছেন শীতকালীন অধিবেশনে। সবকিছু মিলিয়ে হাজার বিতর্ক তাঁকে ঘিরে থাকলেও, নুসরত জাহান নিজের মতো করেই জীবনকে গুছিয়ে নিয়েছেন।



@endif