Nachiketa Chakraborty: 'করোনা তুমি চলে যাও, শুধু ভয়টাকে রেখে যাও', কলম ধরলেন নচিকেতা চক্রবর্তী
করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত দেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ১০জনের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে। মমতা ব্যানার্জির (Mamata Banerjee) পর এবার গান লিখলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। করোনাকে হারিয়ে মানবতার জয়কেই নিজের কবিতার রন্ধ্রে রন্ধ্রে তুলে ধরলেন সঙ্গীতশিল্পী। কাঁটাতারের বেড়া ভেঙে যাক। মানবতার হোক জয়। লিখলেন নচিকেতা (Nachiketa Chakraborty)।
কলকাতা, ২৩ মার্চ: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত দেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ১০জনের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে। মমতা ব্যানার্জির (Mamata Banerjee) পর এবার গান লিখলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। করোনাকে হারিয়ে মানবতার জয়কেই নিজের কবিতার রন্ধ্রে রন্ধ্রে তুলে ধরলেন সঙ্গীতশিল্পী। কাঁটাতারের বেড়া ভেঙে যাক। মানবতার হোক জয়। লিখলেন নচিকেতা (Nachiketa Chakraborty)। আরও পড়ুন: Mamata Banerjee: করোনাভাইরাস রুখতে সকলকে একসঙ্গে টুইটে লড়াইয়ের বার্তা মমতা ব্যানার্জির
সোমবার নিজের সোশ্যাল অ্যাকাউন্টে নিজের লেখা নিজে কবিতা নিজেই পাঠ করে শোনান নচিকেতা চক্রবর্তী। কবিতাটি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। সামাজিক অবক্ষয় নিয়ে বারবারই গর্জে উঠেছে নচিকেতার কলম। সে সিঙ্গুর হোক বা নন্দীগ্রাম কিংবা পূর্বের পশু কেলেঙ্কারি। কঠিন পরিস্থিতির মধ্যে নচিকেতা যে কবিতা লিখবেন, সেটাই স্বাভাবিক। বারবার গর্জে ওঠে নচিকেতার কলম। এখন বিশ্ব যখন সংকটে। সেই সময় কলম ধরলেন নচিকেতা চক্রবর্তী। কবিতায় মানুষকে ভয় না পাওয়ার কথা বললেও করোনা গোটা বিশ্বকে যে ভয় দেখাল। তা যেন থেকে যায় মানব সভ্যতা বেঁচে থাকার তাগিদে। কবিতায় সে কথাই লিখলেন নচিকেতা।