Moon Moon Sen's Husband Bharat Dev Varma Dies: শোকের ছায়া, প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা, পিতৃহারা রাইমা, রিয়া

ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ভরত দেব বর্মা। কোচবিহারের রাজকুমারী ছিলেন ভরত দেব বর্মার মা ইলা দেবী। পাশাপাশি মুনমুন সেনের বড় ননদ গায়ত্রী দেবী ছিলেন জয়পুরের মহারানি।

Moon Moon Sen With Two Daughter (Photo Credit: Instagram)

কলকাতা, ১৯ নভেম্বর: প্রয়াত মুনমুন সেনের (Moon Moon Sen) স্বামী ভরত দেব বর্মা (Bharat Dev Varma)। মঙ্গলবার অর্থাৎ ১৯ নভেম্বর সকাল ৯টা নাগাদ কলকাতার বাড়িতে প্রয়াত হন ভরত দেব বর্মা। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার একটি হাসপাতালে অভিনেত্রীর স্বামীকে নিয়ে যাওয়ার তোড়জোড় করা হয় মঙ্গল সকালে তবে তার আগেই ভরত দেব বর্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে খবর। ভরত দেব বরমার মৃত্যুতে আজ শোকের ছায়া মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে।

ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ভরত দেব বর্মা। কোচবিহারের রাজকুমারী ছিলেন ভরত দেব বর্মার মা ইলা দেবী। পাশাপাশি ভরত দেব বর্মার বড়দিদি গায়ত্রী দেবী ছিলেন জয়পুরের মহারানি। ভদোদরার মহারাজার একমাত্র কন্যা ছিলেন ভরত দেব বর্মার ঠাকুমা ইন্দিরা দেবী। ত্রিপুরার সেই রাজ পরিবারের ছেলের সঙ্গে বিয়ে হয় মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুনের। বাবার মৃত্যুতে পিতৃহারা মুনমুন সেনের দুই কন্যা রাইমা এবং রিয়া সেন।



@endif