Mithai: আদৃতের সঙ্গে কৌশাম্বির 'বন্ধুত্ব' না-পসন্দ সৌমিতৃষার? ত্রিকোণ প্রেমের গুঞ্জন 'মিঠাইয়ের' ৩ অভিনেতাকে নিয়ে

পর্দার উচ্ছেবাবুর জন্যই নাকি কৌশাম্বি অর্থাৎ দিদিয়াকে আনফলো করে দিয়েছেন সৌমিতৃষা। কেন মিঠাই নন্দাকে আনফলো করলেন, সে বিষয়ে তিনি মুখ খোলেননি।

Adrit Roy, Soumitrisha Kundu ,Kaushambi Chakraborty (Photo Credit: Instagram)

কলকাতা, ৩ জুন:  পর্দার প্রেম কি এবার বাস্তবে হাজির?  এমন প্রশ্নই উঠছে মিঠাই ধারাবাহিকের ৩ অভিনেতাকে ঘিরে। কৌশাম্বি (Kaushambi Chakraborty) তাঁর ভাল বন্ধু। বার বার এমন দাবি করতে শোনা যায় অভিনেতা আদৃত রায়কে (Adrit Roy)। প্রাক্তন সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে সম্পর্ক ভাঙার পর আদৃতকে জড়িয়ে একাধিকবার কৌশাম্বির নাম উঠে এসেছে। যা নিয়ে শোরগোল শুরু হতেই আদৃত জানান, তিনি এবং কৌশাম্বি ভাল বন্ধু। তবে এসবের পরও নাকি মিঠাই সোশ্যাল হ্যান্ডেলে কৌশাম্বিকে আনফলো করে দিয়েছেন। কেন করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

তবে পর্দার উচ্ছেবাবুর জন্যই নাকি  কৌশাম্বি অর্থাৎ দিদিয়াকে আনফলো করে দিয়েছেন সৌমিতৃষা। কেন মিঠাই নন্দাকে আনফলো করলেন, সে বিষয়ে তিনি মুখ খোলেননি। তবে এই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে আদৃতের জন্মদিনে যখন সৌমিতৃষা (Soumitrisha Kundu) তাঁকে শুভেচ্ছা না জানান।

আরও পড়ুন:  Rupankar Bagchi: কেকে-র মৃত্যুর পর চরম বিতর্ক, রূপঙ্করের গাওয়া জিঙ্গল বাতিল করল মিও আমরে

আদৃতের জন্মদিনে সৌমিতৃষা কোনওভাবে তাঁরকে যেমন শুভেচ্ছা জানাননি, তেমনি সেটে যখন কেক কাটা হয়, তখনও তিনি হাজির ছিলেন না বলে খবর। সবকিছু মিলিয়ে মিঠাইয়ের তিন অভিনেতার সম্পর্ক এবং বন্ধুত্ব নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে টলিউডে।



@endif