Independence Day 2023: ৭৭'তম স্বাধীনতা দিবসে টলি পাড়ায় তেরঙ্গার ছোঁয়া
সারা দেশজুড়ে ১৫ অগাস্ট দিনটি ব্যাপক আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়। এই দিনটি কেবল স্বাধীনতা দিবস হিসাবেই নয় বরং দেশের জন্যে প্রাণ দেওয়া মুক্তিযোদ্ধাদের আত্মবলিদানকে শ্রদ্ধা এবং সম্মান জানানো হয়।
স্বাধীনতা দিবস, এই শব্দ দুটির পিছনে রয়েছে কতশত স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমী, মুক্তিযোদ্ধাদের রক্ত ঝরানো ইতিহাস। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশ রাজত্ব থেকে মুক্তি লাভ করেছিল ভারত। তাই সারা দেশজুড়ে ১৫ অগাস্ট দিনটি ব্যাপক আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়। এই দিনটি কেবল স্বাধীনতা দিবস হিসাবেই নয় বরং দেশের জন্যে প্রাণ দেওয়া মুক্তিযোদ্ধাদের আত্মবলিদানকে শ্রদ্ধা এবং সম্মান জানানো হয়। ৭৭'তম স্বাধীনতা দিবসে টলি পাড়ায় লেগেছে তেরঙ্গার ছোঁয়া (Independence Day 2023 Celebration in Tollywood)। অভিনেতা অভিনেত্রীরা জাতীয় পতাকা হাতে নিজেদের মত করে পালন করেছেন স্বাধীনতা দিবসটি।
স্বাধীনতা দিবসে দিল্লির (Delhi) লাল কেল্লা (Red Fort) সেজে ওঠে তেরঙ্গার রঙে। এদিন সকালে দেশের প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই সঙ্গে প্রত্যেক স্কুলে, পাড়ায় ক্লাবে আয়োজিত হয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান।
বাড়ির ছাদেও পতাকা উড়িয়ে আজকের দিনটি উদযাপন করেন অনেকে। চলতি বছরে ৭৭'তম স্বাধীনতা দিবস উদযাপন করছে দেশবাসী।
প্রতিবারের মত এই বারেও স্বাধীনতা দিবসের (Independence Day 2023) মধ্যরাতে ভারতকে সম্মান নিবেদন করে দুবাইয়ের বুর্জ খলিফা (Burj Khalifa) তেরঙ্গার আলোকিত হয়ে উঠেছিল।
মিমি চক্রবর্তী, নুসরত জাহান, যশ দাশগুপ্ত, মধুমিতা সরকার প্রমুখ তারকাদের আজকের দিনে সাদা পোশাক এবং তেরঙ্গা হাতে দেখা গেল।