Utpalendu Chakrabarty Passed Away: প্রয়াত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতার
জাতীয় পুরস্কার জয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী ৭৬ বছর বয়সে প্রয়াত হলেন। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
কলকাতা, ২০ অগাস্ট: মনখারাপ করা খবর। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী (Utpalendu Chakrabarty) ৭৬ বছর বয়সে প্রয়াত হলেন। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন, মঙ্গলবার সন্ধ্যায় নিজের রিজেন্ট পার্কের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত এই চলচ্চিত্র পরিচালক। 'চোখ'ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। আটের দশকে 'ময়নাতদন্ত', ‘চোখ’, ‘দেবশিশু’র মতো জনপ্রিয় ছবি পরিচালনা করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamta Banerjee)। তাঁর মৃত্য়ুতে শোকের ছায়া টলি পাড়ায়।
জাতীয় পুরস্কারর পাশাপাশি তিনি আন্তর্জাতিক পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার ও বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁর ছবি কথা বলত। ছবি পরিচালনা-কে আলাদা মাত্রা দিয়েছিলেন তিনি। আরও পড়ুন-মধ্যরাতে বেপরোয়া ড্রাইভিং, অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের গাড়ির ধাক্কায় সঙ্কটজনক বাইকআরোহী
দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকপ্রকাশ জানিয়ে এক্স বার্তা
উৎপলেন্দু চক্রবর্তীর আরও একটি পরিচয় হল, তিনি হলেন অভিনেত্রী শতরূপা সান্যালের প্রাক্তন স্বামী এবং অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা চক্রবর্তীর বাবা। যদিও উৎপলেন্দুর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের এখন কোনও যোগাযোগ নেই।