Dev as Byomkesh: দুর্গ রহস্য ভেদে সত্যান্বেষী হবেন দেব, আর সত্যবতী?
আবীর, অনির্বাণকে চ্যালেঞ্জ ছুঁড়ে সত্যান্বেষী হবেন দেব। ব্যোমকেশের চরিত্রে প্রথমবার দেখা যাবে দেবকে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি ব্যোমকেশের চরিত্র নানা সময়ে নানা অভিনেতা পর্দায় কিংবা ওটিটি মঞ্চে তুলে ধরেছেন। তবুও দর্শকমহলে ব্যোমকেশের জনপ্রিয়তা একটুকরোও কমেনি।
অভিনয়ের প্রতি দেবের আকর্ষণ যেন দিনে দিনে বাড়ে চলেছে। তাই তো যত দিন গড়াচ্ছে নিজেকে ভেঙে চূড়ে ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকের সামনে তুলে ধরছেন। পাগলু (Paglu), চ্যালেঞ্জ (Challenge), রোমিওর (Romeo) মোড়ক ঝেড়ে ফেলে টনিক, গোলন্দাজ কিংবা প্রজাপতির মতো ছবিতে নিজেকে সাজিয়ে তুলছেন দেব (Dev)।
আরও পড়ুনঃ দেবের হাত ধরে বড় পর্দায় বাঘা যতীন, নতুন লুকে অভিনেতাকে চেনা দায় (দেখুন ছবি)
আর এবার একেবারে আবীর (Abir Chatterjee), অনির্বাণকে (Anirban Bhattacharya) চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সত্যান্বেষী হবেন দেব (Dev)। ব্যোমকেশের (Byomkesh) চরিত্রে প্রথমবার দেখা যাবে দেবকে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের (Sharadindu Bandyopadhyay) সৃষ্টি ব্যোমকেশের চরিত্র নানা সময়ে নানা অভিনেতা পর্দায় কিংবা ওটিটি মঞ্চে তুলে ধরেছেন। কিন্তু তবুও দর্শকমহলে ব্যোমকেশের জনপ্রিয়তা একটুকরোও কমেনি। দেব এই প্রথমাবার সত্যান্বেষী হয়ে উঠবেন পর্দায় (Dev as Byomkesh)।
ব্যোমকেশ হবেন দেবঃ
গত শনিবার, ২৮ জানুয়ারি টলিউড ইন্ডাস্ট্রিতে ১৭ বছর সম্পূর্ণ করলেন অভিনেতা। চলচ্চিত্র জগতে প্রায় দুই দশকের মুখে এসে ব্যোমকেশ রূপে দেখা যাবে দেবকে (Dev as Byomkesh)। ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পার করার আনন্দে অভিনেতা তাঁর অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আসন্ন ছবি ‘ব্যোমকেশ দুর্গ রসহ্য’এর (Byomkesh Durgo Rahasya) কথা। প্রথমবার সত্যান্বেষী হচ্ছেন তাই ভক্তদের থেকে আশীর্বাদ কামনা করেছেন তিনি। ছবি পরিচালনা কে করছেন কিংবা ছবিতে তিনি ছাড়া অন্যান্য কারা কোন চরিত্রে অভিনয় করছেন সে সব কোন কিছুই জানাননি তিনি। তবে খুব শীঘ্রই তা জানাবেন বলেই আশ্বস্ত করেছেন।
দেবের বাঘাযতীনঃ
উল্লেখ্য, দিন কয়েক আগেই দেব তাঁর আরও এক প্রোজেক্টের কথা ঘোষণা করেছেন। প্রজাপতির (Prajapati) পর ‘বাঘাযতীন’ (Bagha Jatin) হয়ে পুজোয় আসছেন দেব। পরাধীন ভারতকে স্বাধীন করতে জীবন লড়িয়েছিলেন বহু স্বাধীনতা সংগ্রামী। তাঁদের মধ্যেই এক বীরযোদ্ধা হলেন বাঘাযতীন। পুজোর ছুটিতে মুক্তি পাবে ছবি, সেই কথাও জানিয়েছেন দেব।