Pallavi Dey: অভিনেত্রী পল্লবী দে-র সহবাসসঙ্গী সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ

'মন মানে না' অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যু নিয়ে তোলপাড় প্রায় গোটা রাজ্য। পল্লবীকে খুন করা হয়েছে বলে দাবি অভিনেত্রীর বাবা নীলু দে-র। পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী এবং তাঁর বিশেষ বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর বাবা।

Pallavi Dey With Sagnik Chakraborty (Photo Credit: Facebook)

কলকাতা, ১৭ মে:  সাগ্নিক চক্রবর্তীকে (Sagnik Chakraborty) গ্রেফতার করল পুলিশ। অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey) মৃত্যুর ২ দিনের মাথায় সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করল গরফা থানার পুলিশ (Police)। পল্লবীর সহবাসসঙ্গী সাগ্নিকের গ্রেফতারির পর ফের একদফা আলোচনা শুরু হয়েছে।

'আমি সিরাজের বেগম'-খ্যাত অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুর পর সোমবার সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সাগ্নিক এবং তাঁর বিশেষ বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পল্লবীর বাবা, মা। অভিযোগ, পল্লবীকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন সাগ্নিক। শুধু তাই নয়, সাগ্নিককে পল্লবী বিভিন্ন সময় দামি দামি উপহার দিতেন বলেও অভিনেত্রীর বাবা দাবি করেন। যা নিয়ে জোর জল্পনা শুরু হতেই সাগ্নিকের 'প্রাক্তন স্ত্রী' মুখ খোলেন।

আরও পড়ুন:  The Archies: ভারতীয় ছেলেমেয়েরা কেন ইউরোপীয়দের মত ফর্সা? তারকা সন্তানদের ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে কটাক্ষ

সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সাগ্নিকের 'প্রাক্তন' দাবি করেন, পল্লবী মোটেই ভাল মেয়ে ছিলেন না। তাঁর সঙ্গে সাগ্নিকের সম্পর্ক রয়েছে জেনেও পল্লবী তাঁদের মধ্যে প্রবেশ করেন। সাগ্নিকের পরিবার উচ্চবিত্ত। তাই সাগ্নিকের কোনও প্রয়োজন হত না পল্লবীর কাছ থেকে অর্থ নেওয়ার। উলটে পল্লবীর এবং তাঁর পরিবারকে সাগ্নিক অর্থ যোগাতেন বলে পালটা দাবি করেন অভিনেত্রীর সহসবাসসঙ্গীর 'প্রাক্তন'।