Ankush Hazra's Car Met Accident: হাইওয়েতে বড়সড় দুর্ঘটনার মুখে অঙ্কুশের গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেতা

অভিনেতা অঙ্কুশ হাজরার (Ankush Hazra) মার্সিডিজে ধাক্কা মাল বোঝাই লরির। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হলেও অল্পের জন্য রক্ষা পেয়ে গিয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরার([Poll ID="16272" title="Haryana & Maharashtra Assembly elections: হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ২১ অক্টোবর" end_date=""])। সোশাল মিডিয়ায় সেই দুর্ঘটনাগ্রস্থ গাড়ির ছবি পোস্ট করেছেন অঙ্কুশ হাজরা। সেই সঙ্গে গোটা ঘটনাটির বর্ণনাও দিয়েছেন তিনি এবং কীভাবে দায়িত্বজ্ঞানহীনতার সঙ্গে রাতের রাস্তায় গাড়ি চালান লড়ি-ট্রাক চালকেরা। সেটা নিয়েও টুইটে ক্ষোভ প্রকাশ করেন অঙ্কুশ।

Photo Source: ankush.official/Instagram

কলকাতা, ৩০ জানুয়ারি: অভিনেতা অঙ্কুশ হাজরার (Ankush Hazra) মার্সিডিজে ধাক্কা মাল বোঝাই লরির। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হলেও অল্পের জন্য রক্ষা পেয়ে গিয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরার (Ankush Hazra's Car met Accident)। সোশাল মিডিয়ায় সেই দুর্ঘটনাগ্রস্থ গাড়ির ছবি পোস্ট করেছেন অঙ্কুশ হাজরা। সেই সঙ্গে গোটা ঘটনাটির বর্ণনাও দিয়েছেন তিনি এবং কীভাবে দায়িত্বজ্ঞানহীনতার সঙ্গে রাতের রাস্তায় গাড়ি চালান লড়ি-ট্রাক চালকেরা। সেটা নিয়েও টুইটে ক্ষোভ প্রকাশ করেন অঙ্কুশ।

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। হাইওয়ে দিয়ে কোলাঘাট থেকে ধুলাগড় যাচ্ছিলেন অঙ্কুশ। রাস্তার উল্টোদিক থেকে বেশ জোরেই আসছিল একটি লরি। সেই সময় আচমকাই লরির চালক বেসামাল হয়ে অঙ্কুশের গাড়িতে গিয়ে ধাক্কা মারে। গাড়ির সামনের অংশটি পুরো দুমড়ে মুচড়ে যায়। অঙ্কুশের অভিযোগ, মদ্যপান করে লরি চালাচ্ছিল ওই চালক। যার জন্য কোনওরকম কোনও হুঁশেই ছিল না সে। দুর্ঘটনার পর যখন অঙ্কুশের পার্সোনাল সেক্রেটারি লরি চালককে ধরতে যান, সেই সময় নাকি কথা বলার পরিস্থিতিতেই ছিলেন না ওই চালক। আরও পড়ুন: Dilip Ghosh: ‘এমন রাজনীতি করুন যাতে জেলে যেতে হয়’, ‘চায়ে পে চর্চা’য় দলীয় কর্মীদের নয়া দাওয়াই দিলীপ ঘোষের

 

View this post on Instagram

 

Last night i had a major accident on a highway . Thnx to a drunk lorry driver.. this has been a major issue in many states.. 90 prcnt of truck drivers are found to be loaded fully with alcohol and drive with such carelessness..when my security guard went to grab him he was not even in a position to speak.. he was so much drunk.. police came with as usual lazy manner and was standing like a stupid.. he just said to the truck driver “ e baba celebrityr garite mere dili ..how dare u?🥴” .. this is just one amongst lakhs cases.. frequently such accidents are happening in our state.. its high time to set strict rules on these drivers.. u guyz please stay safe .. drive carefully and be alert while on highways.. god bless u all..

A post shared by Ankush (@ankush.official) on

অঙ্কুশের দাবি, দুর্ঘটনাটি ঘটার দু'মিনিটের মধ্যেই পুলিশের নজরদারি টিম পৌঁছয় ঘটনাস্থলে। কিন্তু সেখানে গিয়ে কোনও পদক্ষেপ নেওয়ার বদলে নাকি লরি চালককে পুলিশ বলেন,'সেলেব্রিটির গাড়িতে ধাক্কা মারলি শেষ পর্যন্ত।'

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now