67th National Film Awards: 'গুমনামী' ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন সৃজিত মুখার্জি; হিন্দিতে সেরা ছবি 'ছিঁছোরে'
৬৭তম জাতীয় পুরস্কার ঘোষণা হল আজ। বলিউডে সেরা ছবির জায়গা করে নিল ''ছিঁছোরে'। বাংলা থেকে সেরা বাংলা সিনেমা হিসেবে নির্বাচিত হল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত 'গুমনামী'। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেলেন সৃজিতই। বাংলা থেকে পুরস্কৃত হলেন আরও একজন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক হলেন তিনি। সেরা আবহসংগীতের পুরস্কার পেলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।
৬৭তম জাতীয় পুরস্কার (67th National Film Awards) ঘোষণা হল আজ। বলিউডে সেরা ছবির জায়গা করে নিল 'ছিঁছোরে'। বাংলা থেকে সেরা বাংলা সিনেমা হিসেবে নির্বাচিত হল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত 'গুমনামী'। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেলেন সৃজিতই। বাংলা থেকে পুরস্কৃত হলেন আরও একজন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক হলেন তিনি। সেরা আবহসংগীতের পুরস্কার পেলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।
হিন্দিতে সেরা ‘ছিঁছোরে’ প্রয়াত সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) অভিনীত ছবি। ‘পঙ্গা’ এবং ‘মণিকর্ণিকা দ্য ক্যুইন অফ ঝাঁসি’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এটি তাঁর জীবনের চতুর্থ জাতীয় পুরস্কার। যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন মনোজ বাজপেয়ী ও দক্ষিণী তারকা ধনুশ।
আরও পড়ুন, সোপিয়ানে সেনা এনকাউন্টারে খতম ৪ লস্কর জঙ্গি
টলিউডের ঝুলিতে আরও জাতীয় পুরস্কার আসে। সেরা প্রমোশনাল ছবির পুরস্কার পেলেন দ্য শাওয়ার, বৌদ্ধায়ন মুখোপাধ্যায়।