Sidharth Shukla Death Anniversary: সিদ্ধার্থ শুক্লর প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্রহ্মকুমারীতে প্রার্থনাসভা, উপস্থিত শুক্ল পরিবার

গতবছর আজকের দিনে অকাল প্রয়াত হন বিগবস খ্যাত অভিনেতা সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla Death Anniversary)।

গতবছর আজকের দিনে অকাল প্রয়াত হন  বিগবস খ্যাত অভিনেতা সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla Death Anniversary)। এই ঘটনাটিতে তাঁর পরিবার বন্ধু সবার মধ্যেই নেমে এসেছিল শোকের ছায়া। আজ সিদ্ধার্থের প্রথম মৃত্যু বার্ষিকীতে তাঁর পরিবারের সবাই ব্রহ্মকুমারীর দর্শনে গেলেন। একটি ফ্যানপেজে তাঁর মা রীতা শুক্ল ও তাঁর পরিবার ও ব্রহ্মকুমারীদের সঙ্গে একটি যৌথ ছবি পোস্ট করা হয়েছে।

দেখুন ছবি

View this post on Instagram

A post shared by sidnaaz_sapna (@sidnaaz_sapna)