Munmun Dutta: 'গ্রেফতার' করুন মুনমুন দত্তকে, বাঙালি অভিনেত্রীকে নিয়ে চরম ক্ষোভ অন্তর্জালে
মুম্বই, ১১ মে: 'তারক মেহতা কা উলটা চশমার' (TMKOC) ববিতাজি অর্থাৎ মুনমুন দত্তকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হল। সোশ্যাল হ্যান্ডেলে নিজের মেকআপ টিউটোরিয়াল ভিডিয়োর শেষে 'ভাঙি' শব্দ ব্য়বহার করেন মুনমুন (Munmun Dutta)। যা শুনে ক্ষেপে যান নেট জনতার একাংশ। এমনকী, মুনমুন দত্তকে এখনই গ্রেফতার করতে হবে বলে দাবি করেন অনেকে।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে (Twitter) একটি ভিডিয়ো শেয়ার করেন মুনমুন দত্ত। ওই ভিডিয়োর শেষে ভাঙি (সুইপার বা ঝাড়ুদারদের বোঝানো অর্থে) শব্দ ব্যবহার করেন মুনমুন দত্ত। অভিনেত্রীর ওই শব্দ ব্যবহারের ফলেই তাঁর উপর ক্ষেপে যান অনেকে। এক শ্রেণির মানুষকে কুরুচিপূর্ণ আক্রমণ করেন মুনমুন দত্ত। এমনই অভিযোগ করা হয়। যার জেরে তারক মেহতা কা উলটা চশমা খ্যাত অভিনেত্রীকে গ্রেফতার করা হোক বলে দাবি করেন অনেকে।
আরও পড়ুন: COVID 19: বড়সড় 'ভ্যাকসিন স্ক্যাম'? করোনা টিকা নিয়ে দুর্নীতির আশঙ্কায় বিজেপি
View this post on Instagram
ওই ঘটনার পরই মুনমুন দত্ত নিজের ভিডিয়োর প্রেক্ষিতে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন। ওই ভিডিয়োর মাধ্যমে কোনও মানুষকে তিনি অপমান করতে চাননি। অনিচ্ছাকৃত ওই ভুলের জন্য তিনি ক্ষমাপ্রার্থী। তাঁর ওই ভিডিয়োর মাধ্যমে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, তাহলে তিনি দুঃখিত বলেও জানান মুনমুন দত্ত।