Rajanikanth's Jailer: রজনীকান্তের জেলার থেকে আরসিবি-র জার্সি না দেখানোর নির্দেশ আদালতের, কিন্তু কেন

গত ১১ অগাস্ট বিশ্বজুড়ে মুক্তি পাওয়া রজনীকান্তের জেলার সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলছে।

Jailer (Photo Crediuts: @Jailer_Movie/twitter)

গত ১১ অগাস্ট বিশ্বজুড়ে মুক্তি পাওয়া রজনীকান্তের জেলার সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলছে। কিন্তু রজনীকান্তের এই সিনেমার একটি দৃশ্য নিয়ে আপত্তি তুলে আদালতের দ্বারস্থ হয় আইপিএলের রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুর ফ্র্যাঞ্চাইজি।

তাদের অভিযোগ, এই সিনেমার এক ভিলেন যে অর্থের বিনিময়ে খুনের কাজ করে, সে আরসিবি-র জার্সি পরে এক মহিলাকে বারবার অশ্লীল মন্তব্য করছে। এতে তাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়।

দেখুন টুইট

যা নিয়ে দিল্লি হাইকোর্ট রায় দিল, যেভাবে জার্সির ব্যবহারে ফ্র্যাঞ্চাইজি ভাবমূর্তি হারানোর ভয় পাচ্ছে তা সঠিক। আগামী ১লা সেপ্টেম্বর থেকে জেলার সিনেমার আর কোনও দৃশ্যে যে আরসিবি-র ব্যবহার না দেখা যায়। টিভি, স্যাটেলাইট চ্য়ানেল বা ওটিটি-তে রজনীকান্তের এই সিনেমা প্রদর্শনের সময় যেন কিছুতেই আরসিবি-র জার্সি দেখা যায় না। তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।