Tunisha Sharma's Suicide Case: দু মাস জেলে থাকার পর অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যায় জামিন পেলেন শিজান খান, শর্ত থাকল যেগুলি

অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যায় সরাসরি প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল সহ অভিনেতা শিজানের বিরুদ্ধে।

Tunisha Sharma, Sheezan Khan (Photo Credit: ANI)

মুম্বই, ৪ মার্চ: প্রায় দু'মাস জেলে থাকার পর অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার মামলায় জামিন পেলেন শিজান খান। এক লক্ষ টাকার সিকিউরিটির বন্ডে শর্তসাপেক্ষে জামিন পান অভিনেতা শিজান। তবে তাঁকে পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের ভাসাইয়ের আদালত। তদন্তের প্রয়োজনে তাঁকে যে কোনও সময় উপস্থিত থাকতেও বলা হয়েছে। গত ২৬ ডিসেম্বর গ্রেফতার হওয়ার পর শিজান একাধিকবার জামিনের আবেদন করলেও তা বারবার খারিজ হচ্ছিল। তবে এবার শিজানের আবেদন রাখল আদালত।

অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যায় সরাসরি প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল সহ অভিনেতা শিজানের বিরুদ্ধে। তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে শিজানকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। গত বছর ২৪ ডিসেম্বর এক ধারাবাহিকের শ্যুটিং সেটের মেকআপ রুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তুনিশা। তুনিশার আত্মহত্যায় মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক শিজানকে। তুনিশার সঙ্গে শিজানের সম্পর্ক ভাঙে আত্মহত্যার দিন পনেরো আগেই। দুজনে একইসঙ্গে কাজ করতেন আলিবাবা সিরিয়ালের সেটে। মারা যাওয়ার আগের মুহূর্তেই ফোনে কথা হয়েছিল শিজান আর তুনিশার।

শিজানের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক থাকার প্রমাণও হাতে এসেছে পুলিশের। তুনিশার বান্ধবীর দাবি চরিত্র খারাপ শিজানের। যৌন লালসা মেটাতেই শিজানের আগেও বহু মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে সে। শিজান খান পাল্টা পুলিশের কাছে দাবি করেছেন দু'জনের মধ্যে ধর্ম আর বয়সের ফারাকের কথা মাথায় রেখেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।



@endif