Tamannaah Bhatia: মালদ্বীপে ছুটি উপভোগ করছেন তামান্না ভাটিয়া, দেখুন ছবি
নয়াদিল্লি: তামান্না ভাটিয়া ছুটি কাটাচ্ছেন মালদ্বীপে (Maldives)। সোশ্যাল মিডিয়ায় সমুদ্র সৈকতে ছুটি উপভগের কিছু আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন তাম্নানা (Tamannaah Bhatia)। 'জেলার' সিনেমা মুক্তির পর একটা ছোট্ট বিরতি উপভোগ করছেন তামান্না। পোস্ট করা ছবিগুলোর মধ্যে এক্তিতে দেখা যাচ্ছে তিনি গোলাপি রঙের একটি বিকিনি পরে রয়েছেন এবং সমুদ্র সৈকতের আকাশে রামধনু দেখা যাচ্ছে। সব মিলিয়ে তাঁকে খুব আকর্ষণীয় দেখাচ্ছে।
তামান্না ভাটিয়ার অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য 'সিরুথাই', 'ভিরম', 'ধর্ম দুরাই', 'দেবী', 'স্কেচ', 'হান্ড্রেড পারসেন্ট লভ', 'বাহুবলী ১', 'বাহুবলী ২' এবং আরও অনেক। সম্প্রতি রজনীকান্তের সঙ্গে ‘কাভালা’ গানে ঠুমকো লাগিয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। দক্ষিণী ছবির পাশাপাশি বেশ কিছু বলিউড ছবিতেও অভিনয় করেছেন তামান্না।
দেখুন টুইট