Taarak Mehta's Nattu Kaka: 'মেক আপ করতে করতেই যেন শেষ হয় জীবন', ক্যানসারে আক্রান্ত নাট্টু কাকার শেষ ইচ্ছা

তারক মেহতা কা উলটা চশমা-র নাট্টু কাকা জেঠালাল গড়ার দোকানের কর্মী। ওই দোকানে কাজ করতে করতেই জেঠালালের পরিবারের একজন সদস্য হয়ে ওঠেন নাট্টু কাকা।

ক্যানসারে আক্রান্ত নাট্টু কাকা, ছবি ট্য়ুইটার

মুম্বই, ২৪ জুন: ক্যানসারে (Cancer) আক্রান্ত নাট্টু কাকা ওরফে ঘনশ্যাম নায়েক। বর্তমানে তারক মেহতা কা উলটা চশমা-খ্যাত  অভিনেতার কেমোথেরাপি চলছে। মেক আপ করতে করতে যেন তাঁর মৃত্যু হয় বলে আশা প্রকাশ করেন ঘনশ্যাম নায়েক। ঘনশ্যাম নায়েকের (Ghanshyam Nayak) ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে যায়।

তারক মেহতা কা উলটা চশমা-র নাট্টু কাকা (Nattu Kaka) জেঠালাল গড়ার দোকানের কর্মী। ওই দোকানে কাজ করতে করতেই জেঠালালের পরিবারের একজন সদস্য হয়ে ওঠেন নাট্টু কাকা। যা নিয়ে এগিয়ে চলে গল্প।

আরও পড়ুন:  Sushmita Sen: কেন বান্ধবীর ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছেন? কটাক্ষ সুস্মিতার বিশেষ বন্ধু রোহমানকে

নাট্টু কাকার চরিত্রে অভিনয় করতে গিয়ে যথেষ্ঠ জনপ্রিয়তা পান ঘনশ্যাম নায়েক। ফলে তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে শোকের ছায়া নেমে আসে টেলি টাউনে। জানা যাচ্ছ, গলার টিউমারে আক্রান্ত হন ঘনশ্যাম নায়েক। এরপরই চিকিৎসা শুরু হয় তাঁর। কেমোথেরাপির মধ্যে ই নিজের শেষ ইচ্ছার কথা প্রকাশ করেন অভিনেতা। যা শুনে মন ভেঙে যায় দর্শকদের।