Surinder Shinda passes away : প্রয়াত হলেন পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সুরিন্দর সিন্ডা, শোকপ্রকাশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর

লুধিয়ানার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি

Photo Credit ANI

প্রয়াত হলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সুরিন্দর সিন্ডা। বুধবার সকালে লুধিয়ানার একটি হাসপাতালে প্রয়াত হন এই বর্যীয়ান জনপ্রিয় গায়ক।তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। গায়ক জ্যাজি বি ও সুরিন্দরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ইন্সটাগ্রামে পোস্টের মাধ্যমে।

গানের জগতের কেরিয়ারে বহু গানি তিনি নিজে লিখেছেন। যা আজও দর্শকদেরকে মুগ্ধ করে। তাঁর উল্লেখযোগ্যা গানগুলির মধ্যে অন্যতম হল, জাট জিওনা মোর, পুট জাততান দে, ট্রাক বিল্লিয়া, বলবিরো ভাবি, কাহের সিং দি মৌত প্রভৃতি উল্লেখযোগ্য। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন গানের জগতের আরও বহু কলাকুশলীরা।শেষকৃত্য কোথায় হবে সেবিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।