Sushant Singh Rajput Death Case: সুশান্ত সিংয়ের মৃত্যু মামলায় সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি পেলেন রিয়া চক্রবর্তী
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছিল সিবিআই।
নয়াদিল্লি: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পেয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। রিয়া, তাঁর বাবা এবং ভাইয়ের বিরুদ্ধে জারি করা লুক-আউট সার্কুলার নোটিশ বাতিল থাকবে। বম্বে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকারের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
২০২০ সালের আগস্টে মাসে রিয়া এবং তাঁর ভাই, বাবা এবং মায়ের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়েছিল। সুশান্ত সিং রাজপুতের পরিবার তাঁর মৃত্যুর তদন্ত দাবি করে বিহারের পাটনায় একটি মামলা করেছিল। পরে এই মামলা সিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়। বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছিল সিবিআই। আজ সিবিআইয়ের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।