Stree 2: স্বাধীনতা দিবসে মুক্তি স্ত্রী ২-র, মুখোমুখি অক্ষয়ের থ্রিলার কমেডি খেল খেল মে
রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের হরর-কমেডি 'স্ত্রী ২' (Stree 2)-র রিলিজ হতে চলেছে আগামী ১৫ অগাস্ট। সেই দিনই আবার রিলিজ করবে বলিউডের দুটি বড় সিনেমা- একটি অক্ষয় কুমার-তাপসী পান্নুর কমেডি থ্রিলার 'খেল খেল মে'(Khel Khel Mein)।
রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের হরর-কমেডি 'স্ত্রী ২' (Stree 2)-র রিলিজ হতে চলেছে আগামী ১৫ অগাস্ট। সেই দিনই আবার রিলিজ করবে বলিউডের দুটি বড় সিনেমা- একটি অক্ষয় কুমার-তাপসী পান্নুর কমেডি থ্রিলার 'খেল খেল মে'(Khel Khel Mein)। অপরটি জন আব্রাহাম, তামান্না ভাটিয়া-র 'ভেদা'(Vedaa)।
আগামী ১৫ অগাস্ট রিলিজ করার কথা ছিল অজয় দেবগণের 'সিংহম এগেন'-র। কিন্তু অজয়ের এই অ্যাকশন থ্রিলার এবার রিলিজ করবে দিওয়ালি-তে। এবারের দিওয়ালিতেই রিলিজ করবে কার্তিক আরিয়ানের 'ভুলভুলাইয়া থ্রি' ।
অমর কৌশিক পরিচালিত হরর কমেডি সিনেমা 'স্ত্রী' (Stree) রিলিজ করেছিল ২০১৮ সালে। গা ছমছম করা এই সিনেমা দেশজুড়ে ঝড় তুলেছিল। সিনেমাপ্রেমীরা এবার স্ত্রী-র দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজির অপেক্ষায় আছেন।
দেখুন খবরটি
আগামী ৩০ অগাস্ট রিলিজ করার কথা 'স্ত্রী ২'-র। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও ছাড়াও এই সিনেমায় থাকছেন অভিষেক ব্যানার্জি, পঙ্কজ ত্রিপাঠি-র মত তারকারা।