Sonakshi Sinha-Zaheer Iqbal Wedding: সোনাক্ষী-জাহিরের রিসেপশন পার্টিতে চাঁদের হাঁট! উপস্থিত সিনহা পরিবার, তাব্বু, আলি ফজলরা, দেখুন ভিডিও
অবশেষে শুভ পরিণয় হল অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড জাহির ইকবালের (Zaheer Iqbal)। রবিবার আইনি মতেই বিয়ে করেন দুজনে। বিয়ের পর রাতেই মুম্বইয়ের দাদরে বাস্তিনে হচ্ছে গ্র্র্যান্ড রিসেপশন। আর তাতে উপস্থিত ছিল বলিউডের নামজাদা অভিনেতা অভিনেত্রীরা। ছিমছাম বিয়ের পর এই রিসেপশন পার্টিতে একেবারে আলাদা লুকে দেখা গেল এই নবদম্পতিকে। দাবাং গার্ল পরেছিলেন লাল রঙের শাড়ি, মাথায় ছিল সিঁদুর। অন্যদিকে জাহির ইকবালের পরনে ছিল সাদা রঙের শেরোয়ানি স্যুট। রিসেপশন পার্টিতে এসেছিল গোটা সিনহা পরিবারর এবং জাহির ইকবালের পরিবার।
উপস্থিত সোনাক্ষির বাবা তথা অভিনেতা-তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, সঙ্গে ছিলেন স্ত্রী পুনম সিনহা এবং তাঁদের বাকি পরিবারের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন অভিনেত্রী তাব্বু, আলি ফজল ও রিচা চাড্ডা, হুমা খুরেশি, সাকিব সালিম, অদিতি রাও হায়দরি, কাজল, চাঙ্কি পাণ্ডে, অনিল কাপুর, বিদ্যা বালান, সিদ্ধার্থ রায় কাপুর সহ একাধিক ব্যাক্তিত্ব। এই অনুষ্ঠানের পর আরও কয়েকটি রিসেপশন পার্টি হবে বলে বলিউড সূত্রের খবর।
প্রসঙ্গত, বলিউডের এই তারকাজুটির বিয়ে সংক্রান্ত খবর সপ্তাহখানেক ধরেই শিরোনামে ছিল। মেয়ের অন্য সম্প্রদায়ের ছেলের সঙ্গে বিয়ে নিয়ে প্রথম থেকে না খুশ ছিল শত্রুঘ্ন সিনহারা। এমনকী সোনাক্ষীর সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল মা পুনম সিনহা এবং তাঁর ভাই লভ সিনহা ও কুশ সিনহা। কিন্তু সমস্ত মান অভিমানের পালা কাটিয়ে অবশেষে সবকিছু স্বাভাবিক হয় বিয়ের কয়েকদিন আগে।