Sonakshi Sinha-Zaheer Iqbal Video: সোনাক্ষী-জাহিরের ঘরের দরজার বাইরে গর্জন করছে সিংহ, দেখুন ভিডিয়ো
দরজার বাইরে দাঁড়িয়ে সিংহ। এমনকী, কাঁচের দরজায় নাক ঘোঁষে গর্জন করতে শোনা যাচ্ছে সিংহকে। এবার এমনই একটি ভিডিয়ো সামনে এল। যেখানে সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং জাহির ইকবাল (Zaheer Iqbal) যখন অস্ট্রেলিয়ায় (Australia) ছুটি কাটাতে যান, তাঁদের দরজার বাইরে দেখা যায় একটি বৃহৎ আকারের সিংহকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। যেখানে জাহির ইকবাল এবং সোনাক্ষী সিনহাকে ঘুম থেকে তুলে দেয় সিংহের গর্জন। সম্প্রতি জাহির ইকবাল এবং সোনাক্ষী সিনহা বিয়ে সারেন। একেবারে পারিবারিকভাবে ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে সারেন সোনাক্ষী এবং জাহির। ভিন্ন ধর্মে বিয়ের জেরে একাধিক কটাক্ষের মুখে পড়তে হয় জাহির এবং সোনাক্ষীকে।
দেখুন জাহির ইকবাল এবং সোনাক্ষী সিনহার অস্ট্রেলিয়ায় ছুটি কাটানোর ভিডিয়ো...
View this post on Instagram