Leena Nagwanshi Death: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর লীনা নাগবংশীর ঝুলন্ত দেহ উদ্ধার
তুনিশা শর্মার মৃত্যু (Tunisha Sharma Death) শোকের মাঝে আবারও এক আত্মহত্যার ঘটনা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লীনা নাগবংশীর মৃতদেহ উদ্ধার (Leena Nagwanshi Death) হয়েছে মঙ্গলবার দুপুরে। ছত্তিশগড়ের রায়গড়ে নিজের বাড়ির ছাদে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছিলেন ২২ বছরের লীনা। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। লীনা (Leena Nagwanshi) একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন। ইনস্টাগ্রামে ছিল তাঁর কয়েক হাজার অনুগামী। কেন এমন পরিণতি হল লীনার, তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে কোন সুইসাইড নোট মেলেনি, জানিয়েছে পুলিশ।
লীনার মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় ছত্তিশগড় চক্রধর নগর থানার পুলিশ। পুলিশ পৌঁছানোর আগেই মৃতদেহ নামিয়ে নিয়েছিল পরিবারের লোক। জেলার হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে জানা যাচ্ছে আত্মহত্যা করেই মৃত্যু হয়েছে লীনার। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া অবধি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
২২ বছরের লীনা স্নাতকস্তরে পড়াশুনা করছিলেন। বি.কম দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। লীনার অকাল প্রয়াণে শোকের ছায়া পরিবারে।