Singh Is Kinng: রণবীর, দিলজিৎ-এর হাজিরায় 'ফুলস্টপ' দিলেন অক্ষয় কুমার?

সূত্রের খবর, সিং ইস কিং-এর ৫০ শতাংশ শেয়ার রয়েছে অক্ষয় কুমারের নামে। ফলে তাঁর অনুমতি ছাড়া এই সিনেমার সিক্যুয়েল কোনওভাবেই প্রকাশ করা যাবে না। সিং ইস কিং-এর ৫০ শতাংশ শেয়ার আক্কির নাম হওয়ার, সংশ্লিষ্ট ছবির নাম, গান কিংবা গল্প বা প্রযোজনায় কে থাকবেন, কীভাবে হবে তার সমস্ত সিদ্ধান্ত শৈলন্দ্র সিংয়ের পাশাপাশি আক্কির উপরও রয়েছে।

Ranveer Singh, Akshay Kumar, Diljit Dosanjh (Photo Credit: Instagram)

মুম্বই, ১৫ নভেম্বর: সিং ইজ কিং (Singh Is Kinng) এর সিক্যুয়েল তৈরি করা হবে বলে শোনা যাচ্ছিল। এমনকী এও শোনা যায়, কিং ইস কিং-এর প্রযোজক শৈলেন্দ্র সিং এই ছবিতে দিলজিৎ দোসাঞ্জ এবং রণবীর সিংয়ের (Ranveer Singh) সঙ্গে কাজ করতে চেয়েছিলেন কিন্তু বাদ সাধছে অক্ষয়ের (Akshay Kumar) লিগাল টিম। সূত্রের খবর, সিং ইস কিং-এর ৫০ শতাংশ শেয়ার রয়েছে অক্ষয় কুমারের নামে। ফলে তাঁর অনুমতি ছাড়া এই সিনেমার সিক্যুয়েল কোনওভাবেই প্রকাশ করা যাবে না। সিং ইস কিং-এর ৫০ শতাংশ শেয়ার আক্কির নাম হওয়ার, সংশ্লিষ্ট ছবির নাম, গান কিংবা গল্প বা প্রযোজনায় কে থাকবেন, কীভাবে হবে তার সমস্ত সিদ্ধান্ত শৈলন্দ্র সিংয়ের পাশাপাশি আক্কির উপরও রয়েছে। ফলে অক্ষয় কুমার এই চিবর জন্য সবুজ সিগন্যাল না দিলে, তা কোনওভাবেই শুরু করা যাবে না।

ফলে রণবীর সিং বা দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে নতুন করে সিং ইস কিং এর সিক্যুয়েল হতে পারে বলে যে খবর ছড়ায়, তা পুরোপুরি মিথ্যে বলে স্পষ্ট জানানো হয়।

আরও পড়ুন: Singh Is Kinng: ভুল ভুলাইয়া থেকে বাদ পড়লেও 'সিং ইজ কিং'এ অক্ষয় বিনা গতি নেই, ছবির ৫০% শেয়ার খিলাড়ির কাছে

যদিও সিং ইস কিং এর সিক্যুয়েল কবে আসছে বা কারা থাকছেন অভিনয়ে, সে বিষয়ে কোনও মন্তব্য এখনও পর্যন্ত আক্কির মুখ থেকে শোনা যায়নি।