Shilpa Shetty: রাজের পর্নোগ্রাফি মামলার মাঝে জালিয়াতির অভিযোগ শিল্পা শেট্টির মায়ের

শিল্পা শেট্টির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুধাকর ঘাড়ে নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করে।

মায়ের সঙ্গে শিল্পা শেট্টি, ছবি ট্য়ুইটার

মুম্বই, ২৯ জুলাই: রাজ কুন্দ্রার (Raj Kundra) পর্নোগ্রাফি মামলার মাঝে এবার নয়া অভিযোগ শিল্পা শেট্টির (Shilpa Shetty) মা সুনন্দা শেট্টির। অভিনেত্রীর মায়ের অভিযোগ, ভুয়ো কাগজপত্র দেখিয়ে সুধাকর ঘাড়ে নামে এক ব্যক্তি তাঁর কাছে  জমি বিক্রি করেন। প্রায় ১.৬ কোটি টাকায় সুধাকর তাঁর কাছে জমি বিক্রি করেন বলে দাবি করেন সুনন্দা শেট্টি (Sunanda Shetty)।

শিল্পা শেট্টির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুধাকর ঘাড়ে নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

আরও পড়ুন: Raj Kundra: জোর করে চুম্বন, রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ শার্লিনের

এদিকে পর্নোগ্রাফি মামলায় এখনও জামিন পাননি শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। আরও ১৪ দিন রাজ কুন্দ্রাকে জেল হেফাজতে থাকতে হবে বলে জানানো হয় আদালতের তরফে। অন্যদিকে এই পর্নোগ্রাফি মামলায় এখনও জামিন পাননি অভিনেত্রী শিল্পা শেট্টি। সবদিক খতিয়ে দেখে তবেই তাঁকে জামিন দেওয়া হবে বলে জানানো হয় মুম্বই পুলিশের তরফে।