Shanaya Kapoor : শানায়া কাপুরের বেলি ডান্স, দেখুন ভাইরাল ভিডিয়ো
মুম্বই, ৩ এপ্রিল : শিগগিরই বলিউডে (Bollywood) পা রাখবেন শানায়া (Shanaya Kapoor) । বি টাউনে (Bollywood) আর কিছুদিন পর পা রাখলেও, সঞ্জয় কাপুরের মেয়ে যে তোড়জোড় শুরু করে দিয়েছেন জোর কদমে, তা স্পষ্ট। এবার সঞ্জয় কন্যা শানায়া কাপুরের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
শানায়া কপাুর সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে তাঁকে বেলি ডান্স করতে দেখা যায় শানায়াকে।
আরও পড়ুন : Somy Ali On Bollywood : বহু পরিচালকই তাঁর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে চান, বিস্ফোরক সলমনের প্রাক্তন সোমি
দেখুন সেই ভিডিয়ো...
View this post on Instagram
প্রসঙ্গত গত বছর শানায়া কাপুরকে অভিনয়ের প্রস্তাব দেন করণ জোহর (Karan Johar)। ধর্মা প্রোডাকশনের তরফে শানায়াকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। করণের সঙ্গে শানায় কোনও প্রজেক্টে কাজ করছেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে সঞ্জয় কন্যা শানায়াকে নিয়ে যে বলিউডের পরিচালকদের মধ্যে বেশ শোরগোল শুরু হয়েছে, তা স্পষ্ট।