Taarak Mehta Quit From Taarak Mehta Ka Ooltah Chashmah: ১৪ বছরের সম্পর্কে ইতি, গোকুলধাম সোসাইটি ছাড়লেন তারক মেহতা

১৪ বছর পরে “তারকা মেহতা কা উল্টা চশমা” (Taarak Mehta Ka Ooltah Chashmah) শো ছাড়লেন তারক মেহতা ওরফে শৈলেশ লোধা।

Shailesh Lodha (Photo Credits: Twitter)

১৪ বছর পরে “তারকা মেহতা কা উল্টা চশমা”  (Taarak Mehta Ka Ooltah Chashmah) শো ছাড়লেন তারক মেহতা ওরফে শৈলেশ লোধা। মিডিয়ায় রিপোর্ট অনুসারে গতমাস থেকেই “তারকা মেহতা কা উল্টা চশমা”র সেটে আসছেন না শৈলেশ। তিনি এই ধারাবাহিকের কনট্রাক্টে খুশি নন। শ্যুটিং ডেট নিয়েও হচ্ছে সমস্যা। এই “তারকা মেহতা কা উল্টা চশমা”র শ্যুটিংয়ের জন্য বহু লোভনীয় অফার ফিরিয়েছেন শৈলেশ। তবে আর নয়। এই শোয়ের কারণে তিনি আর কোনও অফারকে না বলবেন না। যদিও শৈলেশ লোধাকে “তারকা মেহতা কা উল্টা চশমা”র সেটে ফেরাতে নির্মাতা সংস্থা সমস্ত রকমের বন্দোবস্ত করলেও  শৈলেশ ঠিকই করে নিয়েছেন যে, তিনি আর থাকছেন না। এবং এই সিদ্ধান্ত বদলাবেও না।

২০০৮-এর ২৮ জুলাই “তারকা মেহতা কা উল্টা চশমা” প্রথম টেলিকাস্ট হয়। সামাজিক সমস্যা ও তার সমাধান নিয়ে এই শো জনমনে দারুণ প্রভাব ফেলে। কোভিড সচেতনতা বাড়ানোর কাজেও “তারকা মেহতা কা উল্টা চশমা” র কলাকুশলীরা নজর কেড়েছেন। তবে একে একে জেঠালাল্য মাধবী ভাবি, তারক মেহতার প্রস্থান যে গোকুলধাম সোসাইটির জনপ্রিয়তায় প্রভাব ফেলবে তা বলাইবাহুল্য।