SRK Congratulate Modi: জওয়ান ঝড়ের মাঝে মোদীকে শুভেচ্ছা শাহরুখের, ভারসাম্যের পথে কিং খান!

বক্স অফিসে সুনামি শাহরুখ খানের জওয়ান-এর। অন্যদিকে, দিল্লিতে সফলভাবে জি-২০ সম্মেলন আয়োজনে করে আন্তর্জাতিক বিশ্ব বাহবা কোড়াচ্ছে ভারত।

Shah Rukh Khan, PM Modi (Photo Credit: Instagram)

বক্স অফিসে সুনামি শাহরুখ খানের জওয়ান-এর। অন্যদিকে, দিল্লিতে সফলভাবে জি-২০ সম্মেলন আয়োজনে করে আন্তর্জাতিক বিশ্ব বাহবা কোড়াচ্ছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-২০ সম্মেলনে বড় ভূমিকা নিলেন। আর জওয়ান ঝড়ের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না শাহরুখ খান। এক্স প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ লিখলেন, "জি-২০ সম্মেলন সফলভাবে আয়োজন করা ও দুনিয়ার বিভিন্ন দেশের মধ্যে ঐক্যের চেষ্টা করে উজ্জ্বল ভবিষ্যত গড়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন।প্রতিটি ভারতবাসীর কাছে এটা গর্ব ও সম্মানের বিষয়। আপনার নেতৃত্বে আমরা শুধু একা নয় সবাই এগিয়ে যাবো। এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যত।"

ছেলে আরিয়ান খানের গ্রেফতারির পর থেকেই বিজেপির সঙ্গে শাহরুখ খানের সম্পর্কটা ভাল নয়। বিজেপি নেতা, বিজেপি-পন্থী নেতারা শাহরুখ খানকে সরাসরি আক্রমণ করেন। এমনকী যোগী আদিত্যনাথ থেকে হেমন্ত বিশ্বশর্মা-র মত প্রভাবশালী বিজেপি মুখ্যমন্ত্রীরা শাহরুখ খানকে বিভিন্ন ইস্যুতে তোপ দাগেন। কিং খানের সিনেমা পাঠান-বয়কটেও বিজেপি সমর্থকদের সরাসরি ভূমিকা ছিল। আরও পড়ুন-চার দিনে আড়াইশো কোটির ব্যবসার নজির গড়ার পথে শাহরুখ খানের জওয়ান, শনিতেও বক্স অফিসে রোজগার ৬৮ কোটি

দেখুন মোদীকে শুভেচ্ছা বার্তা শাহরুখের

জওয়ান সিনেমার একটা সংলাপে 'বেটে কো হাত লাগানে সে পেহেলে, বাপ সে বাত....' বা ধর্মের নাম নিয়ে রাজনীতি করা নিয়ে সরব হন শাহরুখ। অনেকেই দাবি করছিলেন, জওয়ান সিনেমার মাধ্যমে বিজেপি বিরোধী বার্তা দিয়েছেন শাহরুখ। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জি-২০ নিয়ে অভিনন্দন জানিয়ে কোনও ঝুঁকি না নিয়ে ভারসাম্যর খেলা খেললেন কিং খান। এমনটাই মনে করা হচ্ছে। জি-২০ সম্মেলন নিয়ে মোদীকে শুভেচ্ছাবার্তা দেওয়া এখনও বিজেপি পন্থী সেলেবরাও শুরু করেননি।