Shabana Azmi: 'বেশি দেখা হয় না,তাই বিয়েটা টিকে গেল' বলছেন জাভেদ আখতার

এই বিচ্ছেদের যুগে দিব্য হেসে খেলে জীবন কাটাচ্ছেন এই সেলেব জুটি। সুখী দাম্পত্য জীবনের রহস্য কী?

কলকাতাঃ একসঙ্গে পথ চলা শুরু হয়েছিল কয়েক যুগ আগে। হাতে-হাত রেখে জীবনের নানা চড়াই উতরাই পেরিয়েছেন। এই বিচ্ছেদের যুগে দিব্য হেসে খেলে জীবন কাটাচ্ছেন এই সেলেব জুটি। সুখী দাম্পত্য জীবনের রহস্য কী? শাবানে আজমি হেসে উত্তর দেন, "জাভেদ জি বলেন,বেশি দেখা হয় না,তাই বিয়েটা টিকে গেল। "

 

স্বামী-স্ত্রীর পাশাপাশি তাঁরা ভীষণ ভাল বন্ধু তা প্রায়শই তাঁদের মুখে শোনা যায়। জাভেদ আখতারের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক নিয়ে আরও বলতে গিয়ে, অভিনেত্রী এক সাক্ষাত্কারে বলেছিলেন, "টাচউড! আমাদের একটি সুখী পরিবার রয়েছে। তিনি (জাভেদ) বারবার বলেছেন 'শাবানা আমার সেরা বন্ধু এবং এমনকি বিয়ে নামক শব্দটা এটি পরিবর্তন করতে পারেনি'।"