Uma Dasgupta Dies: প্রয়াত 'পথের পাঁচালী'র দুর্গা উমা দাশগুপ্ত

সোমবার বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী উমা দাশগুপ্তা।

Uma Dasgupta Dies (Photo Credit: X)

কলকাতা: প্রয়াত সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী'র (Pather Panchali) দুর্গা উমা দাশগুপ্ত (Uma Dasgupta)। দীর্ঘ অসুস্থতার পর সোমবার বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী উমা দাশগুপ্তা (Actress Uma Dasgupta Dies)। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী'কে পর্দায় নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ রায় (Satyajit Ray)। পর্দায় দুর্গার চরিত্রে অভিনয় করেছিলেন উমা দাশগুপ্ত। পর্দায় দুর্গার মৃত্যুতে দর্শকরা নিজেদের অজান্তেই অঝোরে কেঁদেছিলেন। উমা দাশগুপ্তর দুর্গা চরিত্র আজও দর্শকের মনে অনন্য জায়গা করে রেখেছে।

উমা দাশগুপ্ত ছোট থেকেই থিয়েটার করতেন। তিনি যে স্কুলে পড়তেন, সেই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে পরিচালক সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। সেই সূত্রেই 'পথের পাঁচালী' ছবির জন্য উমা দাশগুপ্তকে বেঁছে নিয়েছিলেন সত্যজিৎ রায়)।



@endif