Sania-Shoaib Talk Show: বিচ্ছেদ হয়েও হইল না! আবার একসঙ্গে সানিয়া-শোয়েব
বিচ্ছেদ হয়েও হইল না বিচ্ছেদ। খুব শীঘ্রই আবার একসঙ্গে দেখা যেতে চলেছে সানিয়া মির্জা (Sania Mirza) এবং শোয়েব মালিককে (Shoaib Malik)। বেশ কিছুদিন যাবত এই দুই পাক তারকার বিবাহ বিচ্ছেদ যেন হয়ে উঠেছে সংবাদ মাধ্যমগুলির চর্চার অন্যতম বিষয়।
নয়া দিল্লি, ১৩ নভেম্বরঃ বিচ্ছেদ হয়েও হইল না বিচ্ছেদ। খুব শীঘ্রই আবার একসঙ্গে দেখা যেতে চলেছে সানিয়া মির্জা (Sania Mirza) এবং শোয়েব মালিককে (Shoaib Malik)। বেশ কিছুদিন যাবত এই দুই পাক তারকার বিবাহ বিচ্ছেদ যেন হয়ে উঠেছে সংবাদ মাধ্যমগুলির চর্চার অন্যতম বিষয়। কেউ বলছে, বিচ্ছেদের পথে শোয়েব-সানিয়া। তো আবার কেউ বলছে, তাঁদের বিচ্ছেদের সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। তবে বিচ্ছেদের পরেও আবার একসঙ্গে দেখা যেতে চলেছে প্রাক্তন দম্পতিকে (Sania-Shoaib Talk Show)।
দ্য মির্জা মালিক শো
পাকিস্তানি ওটিটি প্লাটফর্ম ‘উর্দুফ্লিক্স’ (Urduflix) সম্প্রতি সেই ঘোষণাই করেছে। এটি পাকিস্তানের প্রথম উর্দু ওটিটি প্লাটফর্ম। আর সেই মঞ্চেই প্রাক্তন দম্পতিকে দেখা যাবে একসঙ্গে। ময়দান থেকে সোজা ওটিটি মঞ্চে সঞ্চালনা। সানিয়া মির্জা এবং শোয়েব মালিক সঞ্চালিত এই শো’য়ের নাম ‘দ্য মির্জা মালিক শো’ (The Mirza Malik Show)।
আরও পড়ুন-বিচ্ছেদের গুঞ্জনের মাঝে রণবীর-দীপিকার ভালবাসার ভিডিয়ো প্রকাশ্যে
খুব শিগগিরি ‘উর্দুফ্লিক্স’ (Urduflix) এ সম্প্রচারিত হবে এই অনুস্থান। উর্দুফ্লিক্সের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নতুন শো’য়ের একটি পোস্টার শেয়ার করা হয়েছে।