Sanya Irani: বাসে ইচ্ছাকৃতভাবে গায়ে হাত দেওয়ার পর তাকে দেখে হস্তমৈথুন করেন ব্যক্তি, মুম্বইয়ের তারকা অভিনেত্রীর চাঞ্চল্যকর দাবি

মুম্বইয়ের ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতে রাখা হয় সানায়া ইরানি (Sanya Irani)-কে। মিষ্টি মুখের সানায়া অভিনয়টা বেশ ভালই করেন।

Sanya Irani. (Photo Credits: X)

মুম্বইয়ের ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতে রাখা হয় সানায়া ইরানি ()-কে। মিষ্টি মুখের সানায়া অভিনয়টা বেশ ভালই করেন। 'মিলে যাব হাম তুম,' 'ইস পেয়ার কেয়া নাম দু' খ্যাত অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাতকারে তার খারাপ এক অভিজ্ঞতার কথা শেয়ার কেরন। সানায়া বলেন, কলেজ জীবনে তিনি একবার হেনস্থার শিকার হয়েছিলেন। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ছোট পর্দার তারকা এই অভিনেত্রী বলেন, মুম্বইয়ের বাসে চড়ে তিনি একদিন কলেজ যাচ্ছেন, আচমকা খেয়াল করেন মাছি বা ওই জাতীয় কিছু জিনিস তার পায়ে এসে ঠেকছে।

এরপর সানায়া বলেন, " আমি তারপর সেটা মাছি ভেবে তাড়াতে গিয়ে দেখি, আমার পাশে বসে একটা লোক ইচ্ছা করে একবার আমার পায়ে হাত দিচ্ছে, আবার সরিয়ে নিচ্ছে। আমি বড় চোখ করে তাকানোর পর সেই লোকটা আমার উল্টো দিকে চলে যায়। কিছুক্ষণ পর তিনি দেখি আমার দেখে তাকিয়ে হস্তমৈথুন করছেন। এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে যাবো, তখন আমার বন্ধু বলে এসব করে লাভ নেই। এরপর আমরা বাস থেকে নেমে যাই।"

এখানেই শেষ নয়, একবার বাসস্টপে তিনি খেয়াল করেন, একটি ছেলে তাকে দেখে অদ্ভুত অঙ্গভঙ্গি করছে। সেটা দেখে ছেলেটির দিকে তাকালে, সে হস্তমৈথুন করা শুরু করে।"মুম্বইয়ের রাস্তায় মহিলাদের জন্য এমন হেনস্থা অপেক্ষা করে থাকে বলে অভিনেত্রী জানিয়েছেন।



@endif