Salman Khan House Firing Case: 'বিষ্ণোই গ্যাং আমায় এবং আমার পরিবারকে হত্যা করতে চেয়েছিল', পুলিশ বললেন সলমন খান

লমনের বিবৃতি নথিভুক্ত করার সময় অভিনেতা জানান, ঘটনার দিকে বাজি ফাটার মত শব্দ তিনি শুনতে পান। ১৪ এপ্রিল তিনি যখন ঘুমোচ্ছিলেন, ওই সময় তিনি বাজি ফাটার মত শব্দ শুনতে পান।

Salman Khan.jpg (Photo Credit: Instagram)

মুম্বই, ২৪ জুলাই: চলতি বছরের এপ্রিল মাসে সলমন খানের  (Salman Khan) ব্যান্দ্রার (Bandra)  বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কুখ্য়াত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গীরা সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ওই ঘটনার পর লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) এবং তার ভাই আনমোল বিষ্ণোই দায় স্বীকার করে। যা নিয়ে জোরদার তদন্ত শুরু করে পুলিশ। সলমনের বিবৃতি নথিভুক্ত করার সময় অভিনেতা জানান, ঘটনার দিকে বাজি ফাটার মত শব্দ তিনি শুনতে পান। ১৪ এপ্রিল তিনি যখন ঘুমোচ্ছিলেন, ওই সময় তিনি বাজি ফাটার মত শব্দ শুনতে পান। ওই ২ জন তাঁকে এবং তাঁর পরিবারের মানুষকে খুন করতে চায় বলে পুলিশের কাছে বয়ান নথিভুক্ত করান সলমন খান।

আরও পড়ুন: Salman Khan: সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করল লরেন্স বিষ্ণোইয়ের ভাই

সলমন খানের পাশাপাশি তাঁর নিরাপত্তারক্ষীরাও পুলিশের কাছে বয়ান নথিভুক্ত করান। তাঁরা বলেন, ১৪ এপ্রিল ভোর ৪.৫৫ নাগাদ ২ ব্যক্তি মোটর বাইকে ঝড়ের গতিতে হাজির হন গ্যালাক্সির বাইরে। এরপর ওই ২ ব্যক্তি গ্যালাক্সির ফার্স্ট ফ্লোরের ব্য়ালকনি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।