Salman Khan: সলমন-বিষ্ণোই যোগে গান, 'ক্ষমতা থাকলে রক্ষা করুণ', ভাইজানকে হুমকি গ্যাংস্টার অনুরাগীদের

যিনি ওই গান লিখেছেন সেই গীতিকারকে হুমকি দেওয়ার পাশাপাশি সলমনকেও হুমকি বার্তা ছুঁড়েছে গ্যাংস্টারের অনুরাগীরা। অভিনেতার উদ্দেশ্যে হুমকির সুরে বার্তা, 'ক্ষমতা থাকলে যে বা যারা ওই গান লিখেছে তাঁদের রক্ষা করে দেখান'।

Lawrence Bishnoi, Salman Khan (Photo Credits: X)

মুম্বই, ৮ নভেম্বরঃ সলমন খানকে (Salman Khan) ফের নতুন করে হুমকি দিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। অভিযোগ, অভিনেতার সঙ্গে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীকে (Lawrence Bishnoi Gang) মিলিয়ে গান তৈরি করা হয়েছে। আর তাতেই চটেছেন বিষ্ণোই অনুরাগীরা। যিনি ওই গান লিখেছেন সেই গীতিকারকে হুমকি দেওয়ার পাশাপাশি সলমনকেও হুমকি বার্তা ছুঁড়েছে গ্যাংস্টারের অনুরাগীরা।

বৃহস্পতিবার রাতে মুম্বই ট্রাফিক কন্ট্রোল রুমে হুমকি বার্তা পাঠিয়েছে বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi Gang )। তারা জানিয়েছে, এক মাসের মধ্যে ওই গানের লেখককে খুঁজে বের করে প্রতিশোধ দেওয়া হবে। ভবিষ্যতে আর কোনদিন গান লেখার মত অবস্থায় থাকবেন না তিনি। পাশাপাশি অভিনেতার উদ্দেশ্যে হুমকির সুরে বার্তা দেওয়া হয়েছে, 'ক্ষমতা থাকলে যে বা যারা ওই গান লিখেছে তাঁদের রক্ষা করে দেখান'।

লাগাতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi Gang) হুমকির মুখোমুখি হচ্ছেন বলিউড ভাইজান। দিন কয়েক আগেই বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের হাতেই খুন হন মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি (Baba Siddique)। তবে সলমনের (Salman Khan) সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শত্রুতা বহু পুরনো। অভিনেতার বিরুদ্ধে একটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ১৯৯৮ সালে অভিনেতার ছবি 'হাম সাথ সাথ হ্যায়'-র শুটিং চলাকালীন রাজস্থানে ওই বিরল প্রজাতির হরিণে লক্ষ্য করে সলমন গুলি চালান বলে অভিযোগ। বিরল প্রজাতির হরিণ হত্যা আইনত অপরাধ। ফলে মামলা আদালতে ওঠে। এই মামলায় ভাইজানকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। এই কৃষ্ণসার হরিণকে বিষ্ণোই সম্প্রদায় পবিত্র বলে মনে করে। আর সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানা সলমন। অভিনেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটিয়েছে তারা।