Saira Banu Shares Throwback Photos: জন্মদিনেও দিলীপ কুমারকে ঘিরে নস্টালজিয়ায় ভাসলেন সায়রা বানু

সায়রা বানু তাঁর জীবনের ফেলে আসা জন্মদিনের বিশেষ কিছু মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে। বুধবার ৭৯ বছরে পা দিলেন অভিনেত্রী।

Saira Banu Shares Throwback Photos (Photo Credit Instagram)

নয়াদিল্লি: বুধবার ৭৯ বছরে পা দিলেন অভিনেত্রী সায়রা বানু। জন্মদিনের শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ভক্তরা। জন্মদিনে সায়রা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে তাঁর জীবনের ফেলে আসা জন্মদিনের বিশেষ কিছু মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন। স্বামী অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar) চলে গেলেও আজও তাঁকে ঘিরেই নানা নস্টালজিয়ায় ভাসলেন সায়রা বানু (Saira Banu)। তিনি সোশ্যাল মিডিয়াতে দুটি ছবি শেয়ার করেছেন , দুটি ভিন্ন যুগের। একটি কালো এবং সাদা ছবিতে তরুণ বানুকে কুমারের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে তারকা দেব আনন্দ এবং রাজেন্দ্র কুমার। দ্বিতীয় ছবিটি রঙিন, ছবিতে প্রবীণ বানুকে প্রবীণ দিলীপ কুমারের সঙ্গে তাঁর নিজের জন্মদিনের কেক কাটতে দেখা যাচ্ছে। আরও পড়ুন : Gadar 2: ‘বিশেষ মানুষ’ সানির ছবি গদর টু দেখে বেরোলেন ডিম্পল, ক্যামেরার দিকে না তাকিয়েই উঠলেন গাড়িতে

ছবির ক্যাপশনে সায়রা বানু লিখেছেন, “যতদূর মনে পড়ে, জন্মদিন আমার জন্য খুবই 'স্পেশাল' ছিল— আমার মা পরী চেহরা নাসিম বানুজি সবসময় আমাকে আমার বন্ধুদের সঙ্গে সেরা মজার সময় উপভোগ করার সুযোগ করে দিতেন । ২২ বছরের জন্মদিনটিও একই ভাবে অত্যন্ত স্পেশাল ছিল। সেদিন আমার জন্মদিনের সঙ্গে নতুন বাড়ি উদ্বোধনের পার্টিও ছিল। আর সেখানে আমন্ত্রিত ছিলেন অভিনেতা দিলীপ কুমার। সেদিন পার্টিতে সায়রা বানুকে দেখে দিলীপ কুমার বলেছিলেন, ‘তুমি তো বড় হয়ে অনেক সুন্দর হয়ে উঠেছ’। ১৯৬৬ সালের অক্টোবর মাসে অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে চার হাত এক হয় সায়রা বানুর। ওই বছরেই অগস্ট মাসে সায়রা বানুর জন্মদিনে তাঁকে বিয়ের প্রস্তাব দেন দিলীপ।

দেখুন টুইট 

 

View this post on Instagram

 

A post shared by Saira Banu Khan (@sairabanu)